Sports News

আইজল ম্যাচের আগে মাজিয়ার কাছে হার মোহনবাগানের

আই লিগের নির্ণায়ক ম্যাচের আগে হারতে হল মোহনবাগানকে। যদিও এটা ছিল এএফসি কাপের ম্যাচ। তবুও এতদিন টানাই এএফসি কাপেও ভাল খেলে আসছে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ২৩:১২
Share:

মোহন বাগান ০

Advertisement

মাজিয়া ১ (মহম্মদ উমের)

আই লিগের নির্ণায়ক ম্যাচের আগে হারতে হল মোহনবাগানকে। যদিও এটা ছিল এএফসি কাপের ম্যাচ। তবুও এতদিন টানাই এএফসি কাপেও ভাল খেলে আসছে মোহনবাগান। কিন্তু লাজংয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে এএফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে ম্যাচটা নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ হিসেবেই দেখছিল পুরো দল। কিন্তু সেই ম্যাচে হারের মুখ দেখতে হল। মাজিয়ার কাছে ঘরের মাঠে ০-১ গোলে হেরে যেতে হল মোহনবাগানকে। ম্যাচের একমাত্র গোলটি করলেন মহম্মদ উমের।

Advertisement

আরও খবর: রোনাল্ডোর হ্যাটট্রিক এবং রেফারির ভুলে সেমিফাইনালে রিয়াল

এর পরও গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। ৭০ মিনিটে প্রবীর দাসের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করেন আজহারউদ্দিন। ৭৩ মিনিটে সৌভিক ঘোষকে তুলে কাটসুমিকে নামান। ম্যাচ শেষের কয়েক মিনিট আগে জো়ড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মাজিয়ার মিলোস কোভাসেভিস। সেই সুয়োগও কাজে লাগাতে পারেনি বাগা ফরোয়ার্ড। আইজল ম্যাচের কথা মাথায় রেখে অবশ্য প্রথম একাদশকে নামাননি সঞ্জয় সেন। না হলেও হয়তো এই ম্যাচও জিতে যেতে পারত মোহনবাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement