রানের পাহাড়ে মোহনবাগান

ক্রিকেটের ডার্বিতে রানের পাহাড় গড়ল মোহনবাগান। কার্যত সুপার লিগের সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬১১ তুলল তারা চার উইকেট হারিয়ে। প্রায় দেড় দিন ধরে ব্যাটিং করে ১৩১ ওভারে এই রান তোলে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৯:৩৪
Share:

ক্রিকেটের ডার্বিতে রানের পাহাড় গড়ল মোহনবাগান। কার্যত সুপার লিগের সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬১১ তুলল তারা চার উইকেট হারিয়ে। প্রায় দেড় দিন ধরে ব্যাটিং করে ১৩১ ওভারে এই রান তোলে তারা। জয়জিৎ বসুর ২৪৩, শুভময় দাসের ১০৪ নআ, ঋদ্ধিমান সাহার ৬৭ ও অরিন্দম ঘোষের ৬৩ এই বিশাল ইনিংস গড়ে দেয়। পাল্টা ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ৪৮ ওভারে তিন উইকেটে ১২৩ রান তুলেছে। প্রসেনজিৎ দাস ৬৭। রবিবার ম্যাচের শেষ দিন। এ দিন অপর ম্যাচে তপন মেমোরিয়ালের ৩৭৫-এর জবাবে কালীঘাট শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে সাত উইকেটে ২৬৩ তোলে। রোহন বন্দ্যোপাধ্যায় ১১১ রান করেন। সুদীপ চট্টোপাধ্যায় ৬৪ করেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও কালীঘাট— তিন দলেরই সমান পয়েন্ট। ফলে মোনবাগান প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেলে ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে। অন্যদিকে তপন মেমোরিয়াল বা কালীঘাটের মধ্যে কেউ তিন পয়েন্ট পেলে দুই দলের কোশেন্টের ভিত্তিতে ফাইনালে ভবানীপুরের বিপক্ষ ঠিক হবে। মোহনবাগান রানের পাহাড় গড়ায় অবশ্য কোশেন্ট বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement