বাগানের নজরে আসিফ

দুটো হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নেই প্রীতম কোটাল। শীঘ্রই যোগ দেবেন জাতীয় শিবিরেও। শৌভিক চক্রবর্তী আবার দিল্লি ডায়নামোসের প্রাক্ মরসুমে যাবেন। দু’জনকে হারানোয় আসিফ কোট্টায়িলকে সই করাতে চলেছে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০৩:১০
Share:

দুটো হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নেই প্রীতম কোটাল। শীঘ্রই যোগ দেবেন জাতীয় শিবিরেও। শৌভিক চক্রবর্তী আবার দিল্লি ডায়নামোসের প্রাক্ মরসুমে যাবেন। দু’জনকে হারানোয় আসিফ কোট্টায়িলকে সই করাতে চলেছে মোহনবাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement