ধোনি করলেন শূন্য। প্রথম বলেই ফিরলেন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ থেকে।
মঙ্গলবার নাগপুরে মাঠে নামার আগে রেকর্ডের হাতছানি ছিল মহেন্দ্র সিংহ ধোনির সামনে। আর ৩৩ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করে ফেলতেন মাহি।
এ দিন রান পাননি ধোনি। প্রথম বলেই তাঁকে ফিরতে হয়। তার ফলে প্রায় ন’ বছর পরে কোনও ওয়ানডে ম্যাচে প্রথম বলেই শূন্য রানে ফিরতে হল তাঁকে। ওয়ানডে কেরিয়ারে এটাই ধোনির পঞ্চম গোল্ডেন ডাক।
২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বার গোল্ডেন ডাক করেছিলেন তিনি। সেটিই ছিল ধোনির অভিষেক ওয়ানডে। শেষ বার ২০১০ সালে বিশাখাপত্তনমে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই গোল্ডন ডাক করেন ধোনি।
আরও পড়ুন: কোহালির ৪০-তম সেঞ্চুরি, ২৫০ রানে শেষ ভারত
আরও পড়ুন: চাই ৩৩ রান, তা হলেই আরও এক মাইলস্টোনে পৌঁছবেন ধোনি
সেই ম্যাচে জন হেস্টিংসের বলে আউট হয়েছিলেন। ধোনি রান করতে না পারলেও ম্যাচটা জিততে সমস্যা হয়নি ভারতের। বিরাট কোহলির দুরন্ত ১১৮ রানের সৌজন্যে সেদিন সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল ভারত।
এ দিন অজি স্পিনার অ্যাডাম জাম্পার বল কাট করতে গিয়ে উসমান খোয়াজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা নেন ধোনি। জাম্পার আগের বলেই কেদার যাদব আউট হয়েছিলেন। মাহি ক্রিজে আসতেই খোয়াজাকে স্লিপে আনেন অ্যারন ফিঞ্চ। সেই ফাঁদে ধরা দেন ধোনি।