দু’বেলা অনুশীলন নতুন কোচ ইগরের

ভারতীয় শিবিরের খবর, সোমবার রাতে ফুটবলারদের সঙ্গে তাঁর আগামী দিনের লক্ষ্য নিয়ে কথা বলেছেন পদত্যাগী স্টিভন কনস্ট্যান্টাইনের জায়গায় আসা ক্রোয়েশিয়ার কোচ ইগর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০৫:০৯
Share:

ইগর স্তিমাচ। ফাইল চিত্র।

কিংস কাপের প্রস্তুতিতে নেমে প্রথম দিনই দু’বেলা অনুশীলন শুরু করে দিলেন নতুন কোচ ইগর স্তিমাচ।

Advertisement

মঙ্গলবার সকালে দু’ঘণ্টার ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি সন্ধ্যায় এক ঘণ্টা দিল্লির জহওরলাল নেহরু স্টেডিয়ামে বল নিয়ে অনুশীলন করলেন সুনীল ছেত্রীরা। ভারতের নতুন বিশ্বকাপার কোচ নিজেই ক্রোয়েশিয়া থেকে ফিজিক্যাল ট্রেনার ও গোলকিপিং কোচ নির্বাচন করে আনছেন। ফিজিক্যাল ট্রেনার লুকা রাদমান এসে গেলেও গুরপ্রীত সিংহ সান্ধুদের কোচ টমিস্লাভ রোমিচ এখনও এসে পৌঁছননি। মঙ্গলবার রাতে তাঁর দিল্লিতে পৌঁছনোর কথা। অনুশীলনের পর এক ফুটবলার বললেন, ‘‘কোচ একটু প্রেসিং ফুটবলের উপর জোর দিচ্ছেন। দ্রুত পাস ঠেলে পজিশন নিতে বলছেন।’’

ভারতীয় শিবিরের খবর, সোমবার রাতে ফুটবলারদের সঙ্গে তাঁর আগামী দিনের লক্ষ্য নিয়ে কথা বলেছেন পদত্যাগী স্টিভন কনস্ট্যান্টাইনের জায়গায় আসা ক্রোয়েশিয়ার কোচ ইগর। তিনি সুনীল, জবি জাস্টিনদের জানিয়ে দিয়েছেন, ভারতকে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ হিসাবে তুলে ধরার জন্যই এসেছেন। দিনের পর দিন ভারতীয় ফুটবল উন্নতি করছে। তাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

১৯৯৮ ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ইগরের মনোভাব বুঝতে প্রণয় হালদার, প্রীতম কোটালরা মুখিয়ে আছেন। সবারই মনে আশঙ্কা, কিংস কাপের প্রথম একাদশে থাকা নিয়ে। কারণ আগের কোচ স্টিভন যে ফর্মেশনে দল নামাতেন, ধরে নেওয়া যায় ইগর তা বদলাবেন। কিংস কাপে ৫ জুন প্রথম খেলা সুনীলদের। ভারতীয় দল রওনা হবে ২ জুন। এ বারই প্রথম শিবিরে ডাক পাওয়া রাহুল বলে দিয়েছেন, ‘‘কোচ সবাইকে নমস্তে বলে সম্ভাষণ করেছেন। পাশাপাশি ভারতীয় ফুটবলকে উনি কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তা-ও বুঝিয়েছেন আমাদের।’’ রাহুল ভেকের পাশাপাশি চার বছর পর জাতীয় দলে ডাক পাওয়া ব্র্যান্ডন ফার্নান্ডেজ নতুন কোচের মনোভাব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন