Sushil Kumar

মান্ডোলি থেকে তিহার জেলে নিয়ে আসা হল অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যান সুশীল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৮:০৫
Share:

ফাইল চিত্র।

সাগর রানা হত্যা মামলায় অভিযুক্ত সুশীল কুমারকে শুক্রবার মান্ডোলি জেল থেকে তিহাড় জেলে নিয়ে আসা হয়। তিহাড় জেলের অধিকর্তা সন্দীপ গোয়েল বলেন, ‘‘কড়া নিরাপত্তার মধ্যে ২ নম্বর জেলে নিয়ে যাওয়া হয় সুশীলকে।’’ ১৮ দিন গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর।

Advertisement

জেলের মধ্যে কুস্তি চালিয়ে যাওয়ার জন্য দিল্লি আদালতে বিশেষ খাবারের চেয়েও তা পাননি সুশীল। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ৪ মে ছত্রসাল স্টেডিয়ামে সাগর ছাড়াও তাঁর দুই বন্ধু সোনু মহল ও অমিত কুমারকেও মারার অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যান সুশীল। শালিমারবাগের কাছে এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করে গাড়ি নিয়ে উত্তরাখন্ডে যান তিনি। সেখান থেকে মুজফফরনগর হয়ে ফের দিল্লি ফেরেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন