Hockey Asia Cup 2025

ভারতে খেলা নিয়ে কোনও মন্তব্য নয়! ক্রীড়াসংস্থাগুলোকে নির্দেশ পাকিস্তান সরকারের

পাকিস্তান সরকারের ক্রীড়া দফতর জানিয়ে দিয়েছে, ভারতে খেলা নিয়ে যেন সেই দেশের ক্রীড়াসংস্থাগুলো কোনও মন্তব্য না করে। হকির এশিয়া কাপ নিয়ে বিতর্কের মাঝে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:১২
Share:

হকির এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সংশয়। —ফাইল চিত্র।

পাকিস্তান হকি সংস্থা আগে জানিয়েছিল, এশিয়া কাপ খেলতে ভারতে আসতে তৈরি তারা। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত বদলেছে তারা। ভারতে আসতে আর রাজি নয় পাকিস্তান হকি দল। সরকারের নির্দেশে সিদ্ধান্ত বদলেছে তারা। তার মাঝেই পাকিস্তান সরকারের ক্রীড়া দফতর জানিয়ে দিয়েছে, ভারতে খেলা নিয়ে যেন সেই দেশের ক্রীড়াসংস্থাগুলো কোনও মন্তব্য না করে।

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, দেশের সব ক্রীড়াসংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পাকিস্তান সরকারের ক্রীড়া দফতরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার তা সকল সংস্থাকে জানানো হয়েছে। বিবৃতিতে ক্রীড়া দফতর বলেছে, “এখন সুরক্ষার যা পরিস্থিতি তাতে কোনও জাতীয় ক্রীড়া সংস্থা ভারতে খেলতে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করবে না। যা সিদ্ধান্ত নেওয়ার ক্রীড়া দফতর নেবে।”

সম্প্রতি আন্তর্জাতিক হকি সংস্থা ও এশিয়ান হকি সংস্থাকে পাকিস্তান হকি সংস্থা জানিয়েছে, সুরক্ষার কারণে আগামী মাসে ভারতে আয়োজিত এশিয়া কাপে পাকিস্তানের অংশ নেওয়া কঠিন। ২৭ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারে আট দেশের মধ্যে হকির এশিয়া কাপ হবে। সেখানেই পাকিস্তানের খেলা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

পাকিস্তান ভারতে আসবে কি না তা নিশ্চিত না থাকায় বাংলাদেশ হকি সংস্থাকে তৈরি থাকতে বলা হয়েছে। বাংলাদেশ হকি সংস্থার সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ়ুল হাসান ‘ডেইলি স্টার’-কে বলেছেন, “এশিয়ান হকি সংস্থা আমাদের একটা চিঠি পাঠিয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে যে আমরা খেলতে রাজি কি না। আমরা জানিয়েছি, সুযোগ পেলে অবশ্যই খেলব। আমরা এশিয়ান হকি সংস্থাকে জানিয়েছি, দ্রুত সিদ্ধান্ত জানাতে। তবেই আমরা প্রস্তুতি শুরু করতে পারব। আশা করছি সোমবারের মধ্যে আমরা জবাব পেয়ে যাব।”

হকির এশিয়া কাপে ভারত-পাকিস্তান খেলা নিয়ে সংশয় হলেও ক্রিকেটের এশিয়া কাপে দু’দল খেলবে। সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement