ICC World Cup 2011

কেউ বিজেপি নেতা, কেউ দলের বাইরে, ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এখন কে কোথায়

পেরিয়ে গিয়েছে আট বছর। কিন্তু ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের রাত এখনও যেন কালকের ঘটনা সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংধ ধোনিদের কাছে

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ১২:৪৯
Share:
০১ ১২

পেরিয়ে গিয়েছে আট বছর। কিন্তু ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের রাত এখনও যেন কালকের ঘটনা সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে। বিশ্বকাপজয়ী সেই ভারতীয় দলের সদস্যরা কে কোথায় এখন? দেখে নেওয়া যাক।

০২ ১২

বীরেন্দ্র সহবাগ: প্রথমে ব্যাট করতে নামেন বীরু। কিন্তু ফাইনালে শূন্য রানে আউট হন তিনি। এই মুহূর্তে ক্রিকেট বিশেষজ্ঞের কাজ করছেন বীরু। সহবাগের ক্রিকেট স্কুলও রয়েছে নজফগড়ে। বিজেপি থেকে নাকি লোকসভা নির্বাচনে লড়তে বলা হয়েছিল বীরুকে। তবে রাজনীতির আঙিনায় এখনই পা রাখতে চাননি তিনি।

Advertisement
০৩ ১২

সচিন রমেশ তেন্ডুলকর: সচিন করেছিলেন ১৪ বলে ১৮ রান। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের অঘোষিত পরামর্শদাতা তিনি। বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের অ্যাম্বাসাডর রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ।

০৪ ১২

গৌতম গম্ভীর: ফাইনালে ১২২ বলে ৯৭ রান করেছিলেন গম্ভীর। বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞের কাজ করছেন তিনি। সদ্য রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন গম্ভীর। ভারতীয় জনতা পার্টির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি, শোনা যাচ্ছে এমনটাও।

০৫ ১২

বিরাট কোহালি: রানমেশিন সে দিন ৪৯ বলে ৩৫ রান করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কও। কোহালির দিকে তাকিয়ে চলতি বছরেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত।

০৬ ১২

মহেন্দ্র সিংহ ধোনি: মাহির অভিজ্ঞতা এখনও দলের সম্পদ। ২০১১ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। ৭৯ বলে ৯১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন মাহি। বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কও তিনি।

০৭ ১২

যুবরাজ সিংহ: বর্তমানে আইপিএল খেলেছেন যুবরাজ। জাতীয় দলের ফেরার সম্ভাবনা কম। তবে ২০১১ বিশ্বকাপে তাঁর অবদান ভোলার নয়। ২৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি আট বছর আগে। ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন তিনিই।

০৮ ১২

সুরেশ রায়না: রায়নাও বর্তমানে আইপিএলে খেলছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্সও করছেন। আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর দখলে। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে তিনি।

০৯ ১২

হরভজন সিংহ: চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। পারফরম্যান্সও আপাতত দারুণ। ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবেও কাজ করছেন হরভজন। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছিলেন ভাজ্জি। ফাইনালেও নিয়েছিলেন দিলশনের গুরুত্বপূর্ণ উইকেট।

১০ ১২

জাহির খান: বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন। ২০১১ বিশ্বকাপের ফাইনালে দুই উইকেট ছাড়াও গোটা টুর্নামেন্টেই চমৎকার পারফরম্যান্স ছিল তাঁর। মুম্বই ইন্ডিয়ানসের মেন্টরও তিনি এই মুহূর্তে।

১১ ১২

মুনাফ পটেল: বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন পরামর্শদাতা তিনি। এর পর নির্বাচকের ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। অনেক দিনই জাতীয় দলের বাইরে থাকা এই পেসার ফাইনালে কোনও উইকেট পাননি।

১২ ১২

এস শ্রীসন্থ: বিশ্বকাপজয়ী দলের সদস্য আজ জাতীয় দলের বাইরে। গড়াপেটা কাণ্ডে অভিযুক্ত তিনি। তাঁর শাস্তির মেয়াদ ঠিক করতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবিআই)-র শৃঙ্খলারক্ষা কমিটিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। ফাইনালে অবশ্য তেমন ভাল বল করতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement