Serena Williams

তিন সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় সেরেনার

দুই ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্লিসকোভা ৬-৪, ৪-৬, ৭-৫ হারালেন সেরেনাকে। মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার জন্য এখন ফরাসি ওপেনের অপেক্ষায় সেরেনা।।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মেলবোর্ন শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৩:৫৬
Share:

বিদায়। পরাজয়ের পর সেরেনা। ছবি: এএফপি।

মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড মেলবোর্নে ভাঙতে পারছেন না সেরেনা উইলিয়ামস। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে তিন সেটের মরিয়া লড়াইয়ের পর হার মানলেন ৩৮ বছর বয়সী।

Advertisement

দুই ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্লিসকোভা ৬-৪, ৪-৬, ৭-৫ হারালেন সেরেনাকে। চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে হারিয়েছিলেন সেরেনা। টেনিসমহল মনে করছিল, ২৩ গ্র্যান্ড স্ল্য়াম জয়ীকে আর আটকানো যাবে না। সেরেনা খেলছিলেনও অদম্য ভঙ্গিতে। কিন্তু, কোয়ার্টার ফাইনালে থমকে গেল তাঁর অভিযান। মা হওয়ার পর সেরেনা এখনও পুরনো মেজাজে ফিরতে পারেননি। মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার জন্য এখন ফরাসি ওপেনের অপেক্ষায় থাকতে হবে তাঁকে।

সেরেনাকে হারিয়ে প্লিসকোভা বলেন, “ও ভাল খেলছিল। বিশেষ করে দ্বিতীয় সেটের শেষের দিকে। খুব আগ্রাসী দেখাচ্ছিল। যাক, জিততে পেরে স্বস্তি পাচ্ছি।” এই নিয়ে কেরিয়ারে তৃতীয় বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন প্লিসকোভা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের নাওমি ওসাকা।

Advertisement

আরও পড়ুন: ফেহলুকায়োকে ‘কালো’ বলে বর্ণবৈষম্য বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক সরফরাজ

আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে কি হারিয়ে গেল এমিলিয়ানোর স্বপ্ন?​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন