Cricket

আমদাবাদে সচিন, ট্রেন্ট ব্রিজে বিরাট, ২ ইনিংসে মিল দেখলে চমকে যাবেন

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে বিরাটের ইনিংস ১৭ বছর আগের সচিনের একটি ইনিংসের স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনাচক্রে সে দিনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সচিনের সেই ইনিংস, আর বিরাটের এই ইনিংসে অদ্ভুত কিছু মিল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১৭:২২
Share:
০১ ০৬

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে বিরাটের ইনিংস ১৭ বছর আগের সচিনের একটি ইনিংসের স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনাচক্রে সে দিনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সচিনের সেই ইনিংস, আর বিরাটের এই ইনিংসে অদ্ভুত কিছু মিল।

০২ ০৬

২০০১-এ ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সে বছর আমদাবাদে দ্বিতীয় টেস্টে সচিন ১০৩ রান করেন ১৯৩ বলে। ঘটনাচক্রে ট্রেন্ট ব্রিজেও বিরাট হুবহু একই রান করেছেন। শুধু তাই নয়, বলের সংখ্যাটাও এক!

Advertisement
০৩ ০৬

আমদাবাদ টেস্টে চার নম্বরে ব্যাট করতে নামেন সচিন। ট্রেন্ট ব্রিজে চার নম্বরে ব্যাট করতে নামেন বিরাট। আমদাবাদে ওপেনিং জুটি আউট হওয়ার পর ব্যাট করতে এসে সেঞ্চুরি করেন সচিন। টেন্টব্রিজে বিরাটের ভূমিকাও ছিল হুবহু এক।

০৪ ০৬

সচিন এবং বিরাট দু’জনের ক্ষেত্রেই তাঁদের পার্টনাররা হাফ সেঞ্চুরি করেন। লক্ষ্মণ করেছিলেন ৭৫ রান এবং ট্রেন্ট ব্রিজে পূজারা করেন ৭২ রান।

০৫ ০৬

আমদাবাদ টেস্টে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছিলেন সচিন। ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি থেকে ২ রান দূরে ছিলেন বিরাট। বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি।

০৬ ০৬

আমদাবাদ টেস্টে শতরানের পর সচিনের আন্তর্জাতিক শতরানের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৮। কাকতালীয় ভাবে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে বিরাটের শতরানের পর বিরাটের আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৫৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement