Tamim Iqbal

ওয়ান ডে-তে বাংলাদেশের সেরা পাঁচ জয়

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশে। তবে এই প্রথম নয়। ক্রিকেট-যুদ্ধে মাঝে মধ্যেই এমন চমক দিয়ে এসেছে তারা। দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা পাঁচটি একদিনের ম্যাচে জয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৯
Share:
০১ ০৬

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশে। তবে এই প্রথম নয়। ক্রিকেট-যুদ্ধে মাঝে মধ্যেই এমন চমক দিয়ে এসেছে তারা। দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা পাঁচটি একদিনের ম্যাচে জয়।

০২ ০৬

২০১৫-এর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৫ রান করে তারা। ইংল্যান্ড থেমে যায় ২৬০ রানে। অসাধারণ ব্যাট করেছিলেন মহম্মদ মহমাদুল্লাহ।

Advertisement
০৩ ০৬

২০১৫-১৬। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে জয়। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল মাত্র ১৬৮ রান। মাত্র এক উইকেটে সেই রান তুলে নেয় বাংলাদেশ। অসাধারণ খেলেন সৌম্য সরকার।

০৪ ০৬

২০১৪-১৫ তে মীরপুরে ভারতের বিরুদ্ধে দারুণ জয়। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২০০ রানে অল আউট হয়ে গিয়েছিলেন ধোনি-কোহালিরা। মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে বাংলাদেশ। ছয় উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

০৫ ০৬

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালে ১৬৩ রানে জয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ৩২০ রান। কিন্তু, ১৫৭ রানে শেষ হয়ে যায় বিপক্ষের ইনিংস। ম্যাচের সেরা হন শাকিব।

০৬ ০৬

এই তালিকায় যোগ করতে হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। কিন্তু, মাত্র ১২৪ রানে থমকে যায় শ্রীলঙ্কা। মুস্তাফিজুর, মাশরফিদের সামনে অসহায় দেখায় ম্যাথিউজ বাহিনীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement