Ravichandran Ashwin

দল নির্বাচনে কোহালির যে সিদ্ধান্তগুলি চমকে দিল

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষ লগ্নে ম্যাচের মোড় অনেকটাই ঘুড়িয়ে দিয়েছে টিম কোহালি। যে ভাবে দিনের শুরুটা হয়েছিল, দেখা গেল দিনের শেষে বেশ খানিকটা ব্যকফুটে কুকরা। যদিও ম্যাচ শুরুর আগে দল নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী-বিরাট কোহালির বেশ কয়েকটা সিদ্ধান্ত চমকে দিয়েছিল ক্রিকেট সমালোচকদের। দেখে নেওয়া যাক, কোহালিদের তেমনই বিরাট কিছু সিদ্ধান্ত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১০:২২
Share:
০১ ০৭

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষ লগ্নে ম্যাচের মোড় অনেকটাই ঘুড়িয়ে দিয়েছে টিম কোহালি। যে ভাবে দিনের শুরুটা হয়েছিল, দেখা গেল দিনের শেষে বেশ খানিকটা ব্যকফুটে কুকরা। যদিও ম্যাচ শুরুর আগে দল নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী-বিরাট কোহালির বেশ কয়েকটা সিদ্ধান্ত চমকে দিয়েছিল ক্রিকেট সমালোচকদের। দেখে নেওয়া যাক, কোহালিদের তেমনই বিরাট কিছু সিদ্ধান্ত।

০২ ০৭

রবিচন্দ্রন অশ্বিন: প্রথম থেকেই সমালোচকরা বলছিলেন প্রথম টেস্ট অশ্বিনের পাশাপাশি আরও এক জন স্পিনার খেলানো উচিত ভারতের। কিন্তু, ম্যাচে শুরুতে দেখা গেল মাত্র এক স্পিনার খেলছেন। কোহালির এই সিদ্ধান্তে চমকে ওঠেন অনেকেই।

Advertisement
০৩ ০৭

রবিচন্দ্রন অশ্বিন: বিরাটের এই সিদ্ধান্ত কতটা ঠিক, তা ম্যাচের শেষেই বোঝা যাবে। যদিও প্রথম দিনের শেষে অশ্বিনের দাপটে অনেকটাই ব্যাটফুটে ইংল্যান্ড।

০৪ ০৭

শিখর ধওয়ন: টি-২০ এবং এক দিনের ম্যাচে তেমন কিছু করতে পারেননি। দু-একটা ম্যাচ ছাড়া ফর্মে দেখা যায়নি শিখরকে। আর তার পরই মনে করা হয়েছিল হয়তো টেস্টে থেকে বাদ পড়তে চলছেন তিনি।

০৫ ০৭

শিখর ধওয়ন: কিন্তু, ফের গব্বরেই ভরসা রাখলেন অধিনায়ক। চূড়ান্ত একাদশে শিখরকে রাখলেন বিরাট। এখন দেখার এই সিদ্ধান্ত কতটা সফল হয় কোহালির।

০৬ ০৭

চেতেশ্বর পূজারা: অনেকেই তাঁর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা করে থাকেন। টেস্টে রাহুল-পরবর্তী শূন্যতা তিনি পূরণ করবেন বলে যখন মনে করা হচ্ছিল, তখনই ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বিরাট। ম্যাচে নেওয়া হল না পূজারাকে।

০৭ ০৭

চেতেশ্বর পূজারা: অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুলের মতো এক দিনের ‘বিশেষজ্ঞ’দের দলে নেওয়া কতটা সফল হল, তা ম্যাচের শেষেই বোঝা যাবে। যদিও মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময় তেমন ফর্মে না থাকার জন্য বাদ পড়তে হল পূজারাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement