Jannik Sinner

ফরাসি ওপেনে হারের পর কয়েক রাত ঘুমোতে পারেননি সিনার! হতাশা ভুলতে ডুবেছিলেন আড্ডায়

২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ২-৩ ব্যবধানে ফরাসি ওপেন ফাইনাল হেরে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ইয়ানিক সিনার। কয়েক রাত ঘুমোতে পারেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৬:১১
Share:

ইয়ানিক সিনার। —ফাইল চিত্র।

ফরাসি ওপেন ফাইনালে কার্লোস আলকারাজ়ের কাছে হেরে সারারাত ঘুমোতে পারেননি ইয়ানিক সিনার। হতাশা কাটাতে বন্ধুদের সঙ্গে টেবল টেনিস খেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ফরাসি ওপেন ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে এক সপ্তাহ পর কোর্টে ফিরছেন সিনার।

Advertisement

পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফরাসি ওপেন জেতেন আলকারাজ়। প্রথম দু’টি সেট জেতার পরেও ২-৩ ব্যবধানে ফাইনাল হেরে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সিনার। হতাশায় কয়েক রাত দু’চোখের পাতা এক করতে পারেননি তিনি। সিনার বলেছেন, ‘‘কয়েকটা রাত ঘুমোতে পারিনি। তবে প্রতি দিন আগের দিনের থেকে ভাল অনুভব করেছি। এই ক’দিন পরিবারের সকলে পাশে ছিল। বন্ধুরা ছিল। ওদের সঙ্গ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। টেনিস আমার জীবনে গুরুত্বপূর্ণ। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ পরিবার এবং বন্ধুরা। সত্যি বলতে এখনও মাঝে মাঝে ফাইনাল ম্যাচটা ভাবনায় চলে আসছে।’’

সোমবার থেকে জার্মানির একটি প্রতিযোগিতায় খেলবেন ইটালির তরুণ। এখনই বড় কিছু ভাবতে চাইছেন না। সিনার বলেছেন, ‘‘কখনও কখনও এ রকম হয়। জানি না ভবিষ্যতে এমন ক্ষেত্রে কেমন অবস্থা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেতিবাচক দিকগুলো ভুলে যাওয়া। ভুলে যাওয়ার চেষ্টাই করি। দেখা যাক নতুন প্রতিযোগিতায় কেমন ফল হয়।’’

Advertisement

ফরাসি ওপেনের পর ক’টা দিন কী ভাবে কাটল? সিনার বলেছেন, ‘‘আগেই বললাম, পরিবার আর বন্ধুদের সঙ্গে ছিলাম। এক দম সাধারণ ভাবে ছিলাম। প্রচুর আড্ডা মেরেছি। মজা করেছি। পিং পং (টেবল টেনিস) খেলেছি। সব মিলিয়ে নিজের জন্য কিছুটা সময় খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। যাদের সঙ্গে ছিলাম, তারা সকলে আমার খুব যত্ন নিয়েছে। আসলে ওরা আমাকে খুব ভাল বাসে। আমি ভাগ্যবান।’’

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কয়েক দিন কাটিয়ে মানসিক ভাবে এখন অনেকটাই তরতাজা সিনার। ইতিবাচক মানসিকতা নিয়ে নতুন প্রতিযোগিতায় নামতে চান। প্রতিটি ম্যাচ নিয়ে নতুন করে ভাবতে চান। কোর্টে আবার নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement