ITF

Tennis: টেনিসে বাংলার জোড়া মুকুট, চ্যাম্পিয়ন সৌরভ, মনোজ

বাংলাতেই এল দ্বিমুকুট। কলকাতায় আইটিএফ সিনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হলেন এই রাজ্যের সৌরভ পাঁজা এবং মনোজ কুমার সেওয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৮
Share:

সাউথ ক্লাবে হল আইটিএফ সিনিয়র টেনিস। প্রতীকী ছবি

বাংলাতেই এল দ্বিমুকুট। কলকাতায় আইটিএফ সিনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হলেন এই রাজ্যের সৌরভ পাঁজা এবং মনোজ কুমার সেওয়া। সাউথ ক্লাবের ক্লে-কোর্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

পুরুষদের সিঙ্গলস ৩৫ বিভাগে সৌরভ এবং ৪৫ বিভাগে মনোজ বিজয়ী হন। বাংলার মনোজকে ফাইনালে জিততে দু’ঘণ্টারও বেশি লড়াই করতে হয়। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনি ৩-৬, ৬-২, ৬-০ গেমে হারান মন্দার ওয়াকাঙ্করকে। দু’জনেই অবাছাই ছিলেন।

Advertisement

সৌরভের সামনে ফাইনালে কঠিন লড়াই ছিল। কারণ তাঁর উল্টো দিকে ছিলেন শীর্ষ বাছাই জগদীশ তানওয়ার। কিন্তু সৌরভ সহজেই ৬-৪, ৬-৪ গেমে হারান জগদীশকে। মনোজের মতো তিনিও অবাছাই ছিলেন।

সিঙ্গলস ৬৫ বিভাগে চ্যাম্পিয়ন হন অবাছাই তাহির আলি। তিনি শীর্ষ বাছাই মুর্থাতি সুরেশকে ৭-৫, ৬-২ গেমে হারান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement