উইম্বলডনে প্রথম রাউন্ডে জয়ের পর কার্লোস আলকারাজ়। ছবি: রয়টার্স।
জয় দিয়ে উইম্বলডন শুরু করেছেন কার্লোস আলকারাজ়। সোমবার প্রথম রাউন্ডে ইটালির ফ্যাবিয়ো ফগনিনিকে পাঁচ সেটের লড়াইয়ে (৭-৫, ৬-৭, ৭-৫, ২-৬, ৬-১) হারিয়েছেন তিনি। তবে তার জন্য পরিশ্রম করতে হয়েছে গত দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে। চার ঘণ্টার বেশি চলেছে ম্যাচ। শুরুতেই আলকারাজ়কে চাপ দিয়েছেন ইটালির ৩৮ বছর বয়সি খেলোয়াড়। শেষ হাসি অবশ্য হেসেছেন আরকারাজ। এই জয়ের ফলে ঘাসের কোর্টে জোড়া রেকর্ড গড়েছেন স্পেনের টেনিস তারকা।
ঘাসের কোর্টে দ্রুততম ৩০ জয়
এটা ঘাসের কোর্টে আলকারাজ়ের ৩০তম জয়। ওপেন এরায় টেনিস খেলোয়াড়দের মধ্যে দ্রুততম ৩০ ম্যাচ জিতেছেন তিনি। অর্থাৎ, ৩০টা ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন আলকারাজ়। মাত্র ৩৩টা ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। এর আগে এই নজির ছিল টনি রশ ও রড লেভারের দখলে। দু’জনেই ৩৪টা ম্যাচের মধ্যে ৩০টা জিতেছিলেন। বরিস বেকার ও জন ম্যাকেনরো ৩০টা ম্যাচ জিততে নিয়েছেন ৩৫টা ম্যাচ। সকলকে ছাপিয়ে গিয়েছেন আলকারাজ়।
ঘাসের কোর্টে আলকারাজ় মাত্র তিনটে ম্যাচ হেরেছেন। ২০২১ সালের উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ড্যানিল মেদভেদেভ, ২০২২ সালের উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ইয়ানিক সিনার ও ২০২৪ সালের কুইন্স ক্লাবে জ্যাক ড্রেপারের কাছে হেরেছেন তিনি। হারের তুলনায় ঘাসের কোর্টে বেশি ট্রফি (৪) রয়েছে স্পেনের তারকার। ২০২৩ ও ২০২৪ সালে উইম্বলডনের পাশাপাশি ২০২৩ ও ২০২৫ সালে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।
ঘাসের কোর্টে জয়ের শতাংশে সেরা
ঘাসের কোর্টে অন্তত ৩০টা ম্যাচ জেতা খেলোয়াড়দের মধ্যে আলকারাজ়ের জয়ের শতাংশ সবচেয়ে বেশি। তিনি ৩০টা জিতেছেন ও ৩টে হেরেছেন। তাঁর জয়ের শতাংশ ৯০.৯। আলকারাজ় টপকে গিয়েছেন রজার ফেডেরারকে। ঘাসের কোর্টে তাঁর জয়ের শতাংশ ৮৬.৯ (১১৫ জয় ও ৯ হার)। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নোভাক জোকোভিচ। তাঁর জয়ের শতাংশ ৮৫.৭ ( ১২০ জয় ও ২০ হার)। তবে এ ক্ষেত্রে বলা যেতে পারে যে ফেডেরার ও জোকোভিচের তুলনায় অনেক কম ম্যাচ খেলেছেন আলকারাজ়। তাঁরা ঘাসের কোর্টে ১২০-র বেশি ম্যাচ খেলেছেন। তত ম্যাচ খেলার পর আলকারাজ়ের জয়ের শতাংশ কোথায় থাকবে সে দিকে নজর থাকবে টেনিস দুনিয়ার।