Novak Djokovic Fined

ইউএস ওপেনের আগে শাস্তি জোকোভিচের! ১৫ লক্ষ টাকা জরিমানা ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিকের

শাস্তির মুখে পড়েছেন নোভাক জোকোভিচ। ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সার্বিয়ার টেনিস তারকাকে। কেন শাস্তি পেতে হয়েছে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৪:৩৫
Share:

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

সামনেই ইউএস ওপেন। তার আগে শাস্তির মুখে পড়েছেন নোভাক জোকোভিচ। ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সার্বিয়ার টেনিস তারকাকে। তবে খেলা নয়, অন্য একটা কারণে শাস্তি পেতে হয়েছে ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিককে।

Advertisement

দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি। জোকোভিচকে আগেই নোটিস পাঠিয়েছিল মিউনিসিপ্যালিটি। তাঁকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেই সব নথি জমা না দিতে পারলে নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। তার পরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন, যাতে সেই নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাঁকে। পাশাপাশি দ্রুত জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে একটাও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা। সেখানে যাতে তিনি তরতাজা হয়ে নামতে পারেন, তার জন্য মাস্টার্স সিনসিনাটি ওপেন ও ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনে খেলতে নামেননি নোভাক।

বয়স সমস্যায় ফেলছে জোকোভিচকে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ভাল খেললেও তার পরে কার্লোস আলকারাজ়, ইয়ানিক সিনারের কাছে হারতে হচ্ছে তাঁকে। দেখে বোঝা যাচ্ছে, কেরিয়ারের শেষ দিকে জোকোভিচ। আর কত দিন তিনি খেলবেন সেই জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই ইউএস ওপেনে নামতে চলেছেন জোকোভিচ। যদিও তার আগে জরিমানা হল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement