ISL

আইএসএলের দ্রুততম পাঁচটি হ্যাটট্রিক করেছেন এঁরা

আইএসএল ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকটি এসেছে এই মরসুমেই। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক করেন এফসি গোয়ার ফেরান করমিনাস। এক নজরে দেখে নেওয়া যাক আইএসএলের দ্রুততম পাঁচটি হ্যাটট্রিক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৩:১৮
Share:
০১ ০৫

রিনাল্ডো: ২৯ নভেম্বর ২০১৫-এ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার জার্সি গায়ে ৩২ মিনিটে নিজের হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান রিনাল্ডো। প্রতিপক্ষ ছিল কেরল ব্লাস্টার্স এফসি।

০২ ০৫

ডুডু ওমাগবেমি: ১৭ নভেম্বর ২০১৫-এ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার জার্সি গায়ে ২৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ডুডু ওমাগবেমি। প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি এফসি।

Advertisement
০৩ ০৫

সুনীল ছেত্রী: ২৮ অক্টোবর ২০১৫-এ নভি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-এর জার্সি গায়ে ২৩ মিনিটে হ্যাটট্রিক সারেন সুনীল। প্রতিপক্ষ ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।

০৪ ০৫

মার্সেলিনহো: দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্সেলিনহো। ২৭ নভেম্বর ২০১৬-এ দিল্লি ডায়নামোজের জার্সি গায়ে ১৮ মিনিটে হ্যাটট্রিক সারেন মার্সেলিনহো। প্রতিপক্ষ ছিল এফসি গোয়া।

০৫ ০৫

ফেরান করোমিনাস: ৯ ডিসেম্বর ২০১৭ আইএসএল ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকটি করেন ফেরান। এফসি গোয়ার জার্সি গায়ে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক করেন ফেরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement