Liverpool FC

জোড়া অঘটন, প্রিমিয়ার লিগে হারল লিভারপুল, বুন্দেশলিগায় বায়ার্ন

Advertisement

সংবাদসংস্থা

লন্ডন শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১২:১২
Share:

ছবি রয়টার্স

আবার হারতে হল গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে। মার্সিসাইড ডার্বিতে ঘরের মাঠ অ্যানফিল্ডে এভার্টনের কাছে ০-২ গোলে হারল তারা। তিন মিনিটেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় এভার্টন। বিতর্কিত পেনাল্টি থেকে গিলফি সিগার্ডসনের করা গোলে ব্যবধান বাড়ায় তারা। ১৯৯৯ সালের পর এই প্রথম এভার্টনের বিরুদ্ধে হারতে হল যুর্গেন ক্লপের দলকে।
এই হারের ফলে ২৫ ম্যচে ৪০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকল লিভারপুল। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এভার্টন।
অন্যদিকে, বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখকে হারতে হল ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে ২-১ ব্যবধানে। কিছুদিন আগেই ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বায়ার্নকে প্রথম ধাক্কা দেন জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা। ব্যবধান বাড়ান আমিন ইয়ন্স। রবার্ট লেয়নডস্কির গোলে ব্যবধান কমায় বায়ার্ন।
২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল বায়ার্ন। চার নম্বরে থাকল ফ্র্যাঙ্কফুর্ট ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে, লা লিগায় কমজোরী দল নিয়েও কাসেমিরোর গোলে রিয়াল ভালাদোলিদের বিরুদ্ধে জয় পেল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জিনেদিন জিদানের ছেলেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন