Umesh Yadav

বিশাখাপত্তনমে শেষ ওভারের পর সোশ্যাল মিডিয়ায় উমেশ এখন ভিলেন

১৯তম ওভারে জশপ্রীত বুমরা দিয়েছিলেন মাত্র দুই রান। নিয়েছিলেন দুই উইকেটও। ভারতকে জেতার মতো অবস্থায় এনে দিয়েছিলেন অসাধারণ বোলিংয়ে। কিন্তু উমেশ সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারলেন না শেষ ওভারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৮
Share:

উমেশ যাদবের বিশ্বকাপের স্কোয়াডে থাকার রাস্তায় পড়ল কাঁটা। ছবি: এএফপি।

বিশাখাপত্তনমে রবিবার রাতে শেষ ওভারে অস্ট্রেলিয়া জিতে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হচ্ছেন উমেশ যাদব। তাঁকে রীতিমতো খলনায়ক হিসেবেই চিহ্নিত করছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান। আগের ওভারেই জশপ্রীত বুমরা দিয়েছিলেন মাত্র দুই রান। নিয়েছিলেন দুই উইকেটও। ভারতকে জেতার মতো অবস্থায় এনে দিয়েছিলেন অসাধারণ বোলিংয়ে। কিন্তু উমেশ সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারলেন না। দুই টেলএন্ডারকে আটকাতে পারলেন না শেষ ওভারে। বুমরা যেখানে নিজেকে বিশ্বের সেরা ডেথ বোলার হিসেবে নিজের দাবি জোরাল করলেন, সেখানে এই পারফরম্যান্স বিশ্বকাপের স্কোয়াডে উমেশের ঢোকার রাস্তায় কাঁটা ছড়াল।

সোশ্যাল মিডিয়ায় বুমরার সঙ্গে উমেশ যাদবেব তুলনা চলছে তাই ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে। দুই টেলএন্ডার প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন শেষ ওভারে ১৪ রান তুলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন। তাই পরাজয়ের দায় চাপছে পুরো উমেশের ঘাড়েই। কেউ কেউ তো ম্যাচের খলনায়কের তকমা মহেন্দ্র সিংহ ধোনির থেকে উমেশ ছিনিয়ে নিয়েছেন বলেও দাবি করেছেন।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: মন্থর ইনিংসের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ধোনি​

আরও পড়ুন: দেড়শো রান করলে জিততাম, বলছেন কোহালি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement