Coronavirus

সুনীলদের কাতার ম্যাচ নিয়ে প্রশ্ন

শুধু ভারত বনাম কাতার ম্যাচ নয়। মার্চ মাসে (২৬ ও ৩১) সব ম্যাচেরই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৫:২৯
Share:

কাতার ম্যাচ ঘিরে তৈরী হয়েছে অনিশ্চয়তা।—ফাইল চিত্র।

করোনো-আতঙ্কে অনিশ্চিত হয়ে পড়ল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম কাতার ম্যাচ!

Advertisement

২৬ মার্চ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলার কথা সুনীল ছেত্রীদের। প্রথম পর্বে অসাধারণ খেলে ০-০ ড্র করে চমকে দিয়েছিল ভারতীয় দল। ভুবনেশ্বরেও তার পুনরাবৃত্তি করতে মরিয়া গুরপ্রীত সিংহ সাঁধুরা। জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ খোলাখুলি বলছেন, ‘‘কাতারের বিরুদ্ধে এই ম্যাচেও আমরা চমক দেওয়ার জন্য তৈরি।’’ ২০২০ সালে কাতার বিশ্বকাপে ভারতের যোগ্যতা অর্জনের আশা শেষ। ইগরের পাখির চোখ এখন ২০২৩ সালে এশিয়ান কাপের মূল পর্বে খেলা। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ ও আফগানিস্তানের চেয়ে ভাল দল আমাদের। তাই আমি দারুণ ভাবেই আশাবাদী এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের ব্যাপারে।’’

শুধু ভারত বনাম কাতার ম্যাচ নয়। মার্চ মাসে (২৬ ও ৩১) সব ম্যাচেরই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জানা গিয়েছে, করোনা-আতঙ্কে অধিকাংশ দেশই এই মুহূর্তে খেলতে চাইছে না। ফিফাও তাই ঝুঁকি নিতে চাইছে না। দু’-এক দিনের মধ্যেই সরকারি ভাবে ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করবে বিশ্ব ফুটবলের

Advertisement

নিয়ামক সংস্থা।

করোনা-আতঙ্কেই চব্বিশ ঘণ্টা আগে ভারতের যুব দলের তাজিকিস্তান সফর বাতিল করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সুনীলদেরও ৩১ মার্চ তাজিকিস্তানে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। এই পরিস্থিতিতে সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন