Virat Kohli

সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’য়ে বিরাট, এক নম্বরে কে?

শুধু বিরাটই নন, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে চেতেশ্বর পূজারারও। ৮৭৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ২৩:০৮
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিরাট কোহালি। ডেভিড ওয়ার্নার-কেন উইলিয়ামসনদের চ্যালেঞ্জ টপকে নিজের দু’নম্বর স্থান সুরক্ষিত রাখলেন বিরাট।

Advertisement

সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক।

শুধু বিরাটই নন, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে চেতেশ্বর পূজারারও। ৮৭৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও। ৮৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর থেকে এক ধাপ উঠে চার নম্বরে উইলিয়ামসন।

Advertisement

আরও পড়ুন: ঘরের মাঠে ফের পয়েন্ট নষ্ট বাগানের

আরও পড়ুন: ম্যাচ হেরে দলের ফুটবলারদের দুষলেন সঞ্জয়

তবে প্রত্যাশা মতোই টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন স্টিভ স্মিথ। অ্যাশেজে মারকাটারি পারফরম্যান্সের সুবাদে ৯৪৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন স্মিথ।

অন্য দিকে বোলারদের মধ্যে ৮৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জেমস অ্যান্ডারসন, অ্যান্ডারসনের ঠিক পরেই ৮৭৬ পয়েন্ট নিয়ে আছেন কাগিসো রাবাডা।

ভারতীয়দের মধ্যে প্রথম দশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জাড্ডু, ৮২৯ পয়েন্ট নিয়ে জাডেজার ঠিক পরেই চার নম্বরে আছেন অশ্বিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন