প্রেরণা: বাবা প্রেম কোহালির সঙ্গে ছোটবেলার বিরাট।
তিনি লক্ষ, লক্ষ মানুষের কাছে এক জন ‘সুপার হিরো’। তাঁকে ঘিরে তৈরিই হচ্ছে এক অ্যানিমেটেড সুপার হিরো সিরিজ— ‘সুপার ভি’। কিন্তু বিরাট কোহালির কাছে ‘সুপার হিরো’ কে?
শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে কোহালি বলেন, ‘‘বাবা যত দিন বেঁচে ছিলেন, আমার কাছে তিনিই ছিলেন সুপার হিরো।’’ আরও বলেন, ‘‘অনেকেই আপনার কাছে প্রেরণা হয়ে উঠতে পারে। কিন্তু কেউ যদি আপনার সামনে উদাহরণ হয়ে দেখা দেয়, তখন তার প্রভাবটাই আলাদা হয়। আমার সামনে যেমন ছিলেন বাবা।’’
২০০৬ সালের ডিসেম্বরে মারা যান বিরাটের বাবা প্রেম কোহালি। তিনি স্বপ্ন দেখতেন, ছেলে এক দিন দেশের হয়ে ক্রিকেট খেলবেন। বাবার মৃত্যুর পরে বিরাটও সেই শপথ নেন। যে সময় বিরাটের বাবা মারা যান, তিনি তখন চার দিনের একটা ম্যাচ খেলছিলেন। বাবার মৃত্যুতে শোকাহত বিরাট কিন্তু ওই অবস্থার মধ্যেও খেলা চালিয়ে গিয়েছিলেন। কিছু দিন আগেও ভারত অধিনায়ক বলেছিলেন, ‘‘একটা ক্রিকেট ম্যাচের মাঝপথে সরে আসব, এটা কোনও মতেই মেনে নিতে পারছিলাম না। কোচকে ফোন করে ঘটনাটা বলে জানিয়ে দিই, আমি খেলে যাব।’’ কেন বাবা-ই তাঁর কাছে আদর্শ, তাও বলেছেন বিরাট। তাঁর কথায়, ‘‘বয়স যখন অল্প ছিল, যখন ক্রিকেট খেলা শুরু করেছি, তখন বাবা আমাকে পথ দেখিয়েছিলেন। আমার কেরিয়ার নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাই আমাকে এই জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছে। বাবার চরিত্র, সিদ্ধান্ত আমাকে শিখিয়েছিল সফল হতে গেলে পরিশ্রম করতে হবে। অন্য কোনও রাস্তা নেই।’’
তাঁকে নিয়েই হচ্ছে ওয়েব সিরিজ ‘সুপার ভি’। জানা গিয়েছে, মূল চরিত্রে কণ্ঠ দেবেন বিরাট নিজেই। এই সিরিজ টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে ৫ নভেম্বর থেকে। বিরাট বলে যান, ‘‘বাবার সিদ্ধান্তের জন্যই আমার ক্রিকেট জীবনের রাস্তাটা অনেক সহজ হয়ে গিয়েছে। বুঝেছিলাম, পরিশ্রমের বিকল্প কিছু নেই। তার পর থেকে অজুহাত দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। সামনে বাবা ছিল বলেই এই রাস্তায় চলতে শিখেছিলাম। ঠিক এই কারণেই বাবা আমার কাছে এক জন সুপার হিরো। ’’
এ দিন এক পুরনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ভারত অধিনায়ক। যেখানে দেখা যাচ্ছে, বিরাট, এ বি ডিভিলিয়ার্স এবং অইন মর্গ্যান— তিন জনেই হাসছেন। বিরাট লিখেছেন, ‘‘খেলা এমনই সুন্দর জিনিস, যেখানে প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকে। প্রাণখোলা হাসি, আড্ডা যাবতীয় উৎকণ্ঠা মুছে দেয়।’’