দিল্লি পর্ব সেরে এ বার মুম্বইয়ে বিরুষ্কা

ইতালির টাস্কানিতে বিয়ের পরেই তাঁরা ঘোষণা করেছিলেন, দিল্লি ও মুম্বইয়ে আলাদা ভাবে দু’টি অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবারই দিল্লিতে অনুষ্ঠান হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৪
Share:

আগমন: মুম্বইয়ে ফিরলেন বিরাট  কোহালি ও অনুষ্কা শর্মা। ছবি: পিটিআই।

দিল্লিতে বিয়ের অনুষ্ঠানের পর এ বার মুম্বইয়ে পৌঁছে গেলেন বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। ২৬ ডিসেম্বর মুম্বইয়ে তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মারা। তাই তাঁদের আপ্যায়ন খামতি না রাখতে অনুষ্ঠানের চার দিন আগেই মুম্বইয়ে পৌঁছলেন এই জনপ্রিয় নবদম্পতি। তাঁদের সঙ্গে দেখা গিয়েছে অনুষ্কার মা, বাবা এবং দাদাকেও।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরেও স্কুল, অদম্য সচিন তেন্ডুলকর

ইতালির টাস্কানিতে বিয়ের পরেই তাঁরা ঘোষণা করেছিলেন, দিল্লি ও মুম্বইয়ে আলাদা ভাবে দু’টি অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবারই দিল্লিতে অনুষ্ঠান হয়ে গিয়েছে। শিখর ধবনের সঙ্গে বিরাটের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। ছিলেন সুরেশ রায়নাও। মুম্বইয়ে অনুষ্ঠান ২৬ ডিসেম্বর। পরের দিনই দক্ষিণ আফ্রিকার উড়ান ধরছে ভারতীয় দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement