cricket

টেস্টে পছন্দের সেরা একাদশ বাছলেন লক্ষ্ণণ, ক্যাপ্টেন সেই সৌরভ

লক্ষ্মণের পছন্দের সেরা একাদশে ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ১৩:৩০
Share:
০১ ১২

১৮ বছর আগের ইডেন গার্ডেন্স। অস্ট্রেলিয়াকে উড়িয়ে জয়ের পতাকা ওড়ানোর ইতিহাস লিখল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের জুটিতে সে দিন এসেছিল ৩৭৬ রানের ইনিংস। এ বার লক্ষ্ণণ নিজে গত ২৫ বছরের ক্রিকেটারদের মধ্যে সেরা টেস্ট একাদশ বাছলেন। পছন্দের টেস্ট একাদশে কাঁদের রাখলেন তিনি?

০২ ১২

মুরলী বিজয়: ব্যাটিং অর্ডারে প্রথমেই থাকছে মুরলী বিজয়ের নাম। ২০০৮ সাল থেকে টেস্ট খেলছেন। এখনও পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। মোট রান ৩,৯৩৩। ব্যাটিং গড় ৩৯.৩৩। চলতি সফরে সাফল্য না পেলেও মূরলীকে ওপেনার হিসাবে পারফেক্ট দেখছেন লক্ষ্মণ।

Advertisement
০৩ ১২

বীরেন্দ্র সহবাগ: মুরলির সঙ্গে থাকছেন বীরু। প্রথম ভারতীয় হিসাবে টেস্টে ত্রিশতরানের রেকর্ড রয়েছে তাঁর। ২০০৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৩১ জুলাই পর্যন্ত টেস্টে মোট ১১ বার শতরান হাঁকিয়েছেন সহবাগ। এর সবকটিই ১৫০ রান বা তার বেশি রানের। ১০৪টি টেস্ট ম্যাচে ৮,৫৮৬ রান রয়েছে তাঁর দখলে। গড় পঞ্চাশের কাছাকাছি।

০৪ ১২

রাহুল দ্রাবিড়: ১৬৪টি টেস্ট ম্যাচে ১৩,২৬৪ রান রয়েছে দ্রাবিড়ের দখলে। তিন নম্বরে লক্ষ্ণণ রেখেছেন নিজের প্রিয় সতীর্থকে। ব্যাটিং গড় প্রায় ৫২.৩১। সর্বোচ্চ ২৭০। সেঞ্চুরি করেছেন ৩৬টি। নিয়েছেন ২১০টি ক্যাচও।

০৫ ১২

সচিন তেন্ডুলকর: বিশ্বের সর্বকালের সেরাদের অন্যতম। কিংবদন্তি এই ব্যাটসম্যানকে লক্ষ্ণণ রেখেছেন চার নম্বরে। ২০০ ম্যাচে সচিনের ইনিংস ৩২৯টি। রান করেছেন ১৫,৯২১। সর্বোচ্চ অপরাজিত ২৪৮। গড় ৫৩.৭৮। সেঞ্চুরি ৫১।

০৬ ১২

সৌরভ গঙ্গোপাধ্যায়: অধিনায়ক হিসাবে সৌরভকেই বেছে নিয়েছেন লক্ষ্ণণ। তাঁর অধিনায়কত্বে বহু নজির গড়েছে ভারত। বিদেশের মাটিতে জিতেছে একাধিক ম্যাচ। টেস্ট ক্রিকেটে ১১৩টি ম্যাচ খেলে গড় ছিল ৪২.১৭। সৌরভকে পাঁচ নম্বরে রাখতে চান লক্ষ্ণণ।

০৭ ১২

মহেন্দ্র সিংহ ধোনি: অধিনায়ক, উইকেটকিপার বা ব্যাটসম্যান— সবেতেই সফল এমএস। টানা ১১ টেস্টে অপরাজিত থাকার রেকর্ডও রয়েছে তাঁর অধিনায়কত্বে। মোট ২৮টি টেস্ট জিতেছিল ভারত তাঁর সময়ে। আর ব্যাটসম্যান হিসাবে ৯০টি টেস্টে তাঁর গড় ৩২.০৯। মোট রান ৪,৮৭৬।

০৮ ১২

বিরাট কোহালি: বর্তমান ভারতীয় অধিনায়ক ৬৯ ম্যাচে ১১৮ ইনিংসে ব্যাট করেছেন। রান ৫৯৯৪। সর্বোচ্চ ২৪৩। গড় ৫৪.৪৯। সেঞ্চুরি ২৩টি। তিন জন অধিনায়ককেই মিডল অর্ডারে বেছে নিয়েছেন লক্ষ্ণণ।

০৯ ১২

জাভাগাল শ্রীনাথ: ৬৭টি ম্যাচ খেলে ২৩৬ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ডানহাতি এই পেসারের। লক্ষ্মণের সেরা একাদশের পেস ব্যাটারির দায়িত্বে থাকবেন তিনি।

১০ ১২

অনিল কুম্বলে- টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় বর্তমান ভারতীয় কোচ অনিল কুম্বলের নাম রয়েছে সবার উপরে। ১৩২টি টেস্ট খেলে তাঁর ঝুলিতে ৬১৯টি উইকেট রয়েছে। ৩৫ বার ৫ উইকেট এবং ৮ বার ১০ উইকেট পাওয়ার নজিরও রয়েছে তাঁর।

১১ ১২

জাহির খান: সৌরভের সেই সোনার দলের অন্যতম প্রধান অস্ত্র। বাঁ হাতি পেসার জাহির মোট ৩১১টি উইকেট নিয়েছেন। কেরিায়ারে মোট ১১ বার ৫ উইকেট পেয়েছেন জাহির খান।

১২ ১২

ভুবনেশ্বর কুমার: ২১টি টেস্টে ৬৩টি উইকেট নিয়েছেন এই পেসার। চরম গতির না হলেও সুইংয়ে বিপক্ষকে পরাস্ত করতে ওস্তাদ ভুবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement