Marlon Samuels

পাকিস্তান সেনায় যোগ দিতে চান মার্লন স্যামুয়েলস!

পাকিস্তান এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কতটা সহানুভূতিশীল, তা ক্যারিবিয়ান অলরাউন্ডার মার্লন স্যামুয়েলসের কথাতে স্পষ্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন স্যামুয়েলস। সেই ভিডিওতে পাক সেনাবাহিনীর ঢালাও প্রশংসা করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ১৭:৪৯
Share:

এ বার পাক সেনায় স্যামুয়েলস?

পাকিস্তান এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কতটা সহানুভূতিশীল, তা ক্যারিবিয়ান অলরাউন্ডার মার্লন স্যামুয়েলসের কথাতে স্পষ্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন স্যামুয়েলস। সেই ভিডিওতে পাক সেনাবাহিনীর ঢালাও প্রশংসা করেছেন তিনি।

Advertisement

গত ৫ মার্চ সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল। সে দিন কোয়েতা গ্ল্যাডিয়েটর্সকে ৫৮ রানে হারিয়ে ২০১৭ পিএসএল খেতাব জিতে নিয়েছিল স্যামুয়েলসের দল পেশোয়ার জালমি। স্যামুয়েলস তাঁর ভিডিওতে জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খেলা হয়েছে, তাতে তিনি অভিভূত। সেই কারণে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ধন্যবাদও জানান। সেখানেই থেমে থাকেননি স্যামুয়েলস। তিনি বলেন, “আমি মন থেকে পাকিস্তানকে ভালবাসি। আমার পাকিস্তানে আসতে কোনও আপত্তি নেই যদি ওই আর্মি ব্যাজ আমাকে দেওয়া হয়। আমি সেটার জন্যই অপেক্ষা করছি। আমি পাকিস্তান আর্মির হয়ে কাজ করতে চাই।”

দেখুন ভিডিও

Advertisement

'

পাকিস্তানের মাটিতে অন্যান্য দেশ যাতে খেলতে আসে, তার প্রচারও করেন ওই ভিডিওতে। স্যামুয়েলস বলেন, “ফের পাকিস্তানে ক্রিকেট পরিবেশ ফিরে আসুক। তাদের দেশে ক্রিকেট উন্নতির জন্য আমি সব সময় পাশে রয়েছি। আমৃত্যু এই বার্তা প্রচার করে যাব।”

স্যামুয়েলস আর কী বলছেন? ( ভিডিও)

২০০৯ সালে এই গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলা হয়েছিল। ওই ঘটনায় মাহেলা জয়বর্ধনে সহ ৬ জন ক্রিকেটার আহত হয়েছিলেন। পাকিস্তানে ক্রমাগত জঙ্গি হামলার ঘটনায় কোনও দেশই আর সেখানে গিয়ে খেলতে রাজি নয়। ২০০৭-এর পর ভারতও আর খেলতে যায়নি পাকিস্তানে।

আরও পড়ুন- বোল্ড হয়েও ‘ডিআরএস’ আবেদন করলেন বাংলাদেশের সৌম্য!

সম্প্রতি পিসিবি বোর্ডের তরফে নাজম শেঠি জানিয়েছেন, চলতি বছরে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা খেলতে আসতে পারে তাদের দেশে। এ নিয়ে জোর কদমে আলোচনাও চলছে। তিনি আরও জানান, পিএসএল ফাইনাল সাফল্যের সঙ্গে আয়োজন করায় এখন আরও বেশি আত্মবিশ্বাসী পাকিস্তান বোর্ড। তবে, মার্লন স্যামুয়েলসের এই সমর্থন পিসিবির আত্মবিশ্বাস এবং মনোবল আরও বাড়িয়ে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন