Sports News

সুকমায় মাওবাদী হামলা নিয়ে ক্ষোভ উগরে কী বললেন গম্ভীর?

তিনি বরাবরই স্পষ্ট বক্তা। আবার কোনও সরগরম বিষয় নিয়ে মন্তব্য করতেও তিনি পিছপা হন না। ক্রিকেট নিয়ে যেমন মন্তব্য করেন, তেমনই দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়েও চুপ থাকতে পারেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৪:৫৯
Share:

তিনি বরাবরই স্পষ্ট বক্তা। আবার কোনও সরগরম বিষয় নিয়ে মন্তব্য করতেও তিনি পিছপা হন না। ক্রিকেট নিয়ে যেমন মন্তব্য করেন, তেমনই দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়েও চুপ থাকতে পারেন না। দিল্লির দাপুটে ব্যাটসম্যান এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর এমনই এক জন ব্যক্তিত্ব।

Advertisement

সোমবার ছত্তীসগঢ়ের সুকমায় যখন মাওবাদীরা হামলা চালিয়ে ২৫ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ কে়ড়ে নিল, চুপ থাকতে পারেননি গম্ভীর। টুইটারে লেখেন, “ছত্তীসগঢ়, কাশ্মীর, নর্থ-ইস্ট, আমাদের কি আরও অ্যালার্ম বেলের দরকার, নাকি আমরা বধির হয়ে গিয়েছি? আমার দেশের মানুষের জীবন এত সস্তা নয়, এর মূল্য কাউকে চোকাতেই হবে!”

আরও পড়ুন: নাইটদের জন্য গতি নয়, স্পিন

Advertisement

রুটিন তল্লাশি চালানোর সময় সোমবার ছত্তীসগঢ়ের দক্ষিণ বস্তারে বুরকাপাল ও চিন্তাগুফার মাঝে সিআরপিএফ জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় প্রায় ৩০০ জন মাওবাদী। নিহত হন ২৫ জওয়ান।

? '

সেনাদের উপর কোনও আঘাত এলেই গম্ভীর ক্ষোভ উগরে দেন। যেমনটা দেখা গিয়েছে কিছু দিন আগেই। কাশ্মীরে বদগাম জেলায় ভোটের পর বুথ থেকে ফেরার পথে কয়েক জন জওয়ানকে ঘিরে এক দল কাশ্মীরি যুবক স্লোগান দিচ্ছে। জওয়ানদের লাথি, চড় মারছে তারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই ঘটনায় গৌতম গম্ভীরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি টুইট করেন, “জওয়ানদের এরটা চড় মারা হলে, ১০০ জেহাদির প্রাণ নেওয়া হবে। যারা আজাদি চান, এখনই দেশ ছাড়ুন। কাশ্মীর আমাদের!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন