Virat Kohli

এবি-কে বললেন বিরাট, আরসিবিতেই থাকব

এখনও পর্যন্ত আইপিএল জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের। কোহালি জানিয়েছেন, আইপিএল তাঁদের জিততেই হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৬:০১
Share:

মানবিক: ব্যাট, জার্সি নিলামে তুলবেন কোহালি-ডিভিলিয়ার্স।

আইপিএল ২০১৬-এ গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দু’জনেই সেঞ্চুরি করেছিলেন। সে ম্যাচে ৫২ বলে অপরাজিত ১২৯ রান করেছিলেন এবি ডিভিলিয়ার্স। ৫৫ বলে ১০৯ রান করেছিলেন বিরাট কোহালি। করোনার প্রকোপে দু’দেশেই সব ধরনের খেলা বন্ধ। ভারতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অনেকেই দু’বেলা খাবার জোগাড় করতে সমস্যায় পড়ছেন। তাঁদের পাশে দাঁড়াতে চান বিরাট ও ডিভিলিয়ার্স।

Advertisement

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে দু’জনেই জানিয়েছেন, সে ম্যাচে ব্যবহৃত ব্যাট ও জার্সি অনলাইন নিলামে তুলে অর্থ সংগ্রহ করবেন। সেই অর্থ তুলে দেওয়া হবে একটি বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থায়। যা কাজে লাগানো হবে খাদ্যাভাবে সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য। ডিভিলিয়ার্সই এই প্রস্তাব দেন কোহালিকে। তিনি বলেন, ‘‘২০১৬ আইপিএলে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দু’জনেই সেঞ্চুরি করেছিলাম। বিরাট চলো, সে ম্যাচের ব্যাট, জার্সি অনলাইন নিলামে তুলে দিই। সেখান থেকে সংগ্রহ করা অর্থ কাজে লাগানো যাক, দু’দেশের খাদ্য সঙ্কটে পড়া মানুষদের জন্য।’’ কোহালিও বলেন, ‘‘ঠিকই বলেছো এবি। করোনায় আক্রান্ত মানুষদের সঙ্গে খাদ্য সঙ্কটে পড়া মানুষদের পাশেও দাঁড়ানো যাবে। নিলাম থেকে সংগ্রহ করা অর্থ তুলে দেব স্বেচ্ছাসেবী সংস্থায়।’’ যোগ করেন, ‘‘আশা করি দ্রুতই এই সঙ্কট কাটিয়ে উঠব। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’’

এই ইনস্টাগ্রাম চ্যাটেই দু’জনে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মিলিয়ে একটি দল তৈরি করেন। যার অধিনায়ক রাখা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। দু’জনের গড়া দলে রয়েছেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহালি, ডিভিলিয়ার্স, জাক কালিস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), যুবরাজ সিংহ, যুজবেন্দ্র চহাল, ডেল স্টেন, যশপ্রীত বুমরা ও কাগিসো রাবাডা। ডিভিলিয়ার্স বলছিলেন, ‘‘অধিনায়ক হিসেবে ধোনির তুলনা হয় না। ওকে প্রচণ্ড সম্মান করি।’’

Advertisement

এখনও পর্যন্ত আইপিএল জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের। কোহালি জানিয়েছেন, আইপিএল তাঁদের জিততেই হবে। কোহালি বলেছেন, ‘‘আরসিবি কখনও ছেড়ে যাওয়ার পরিকল্পনা করিনি। আমাদের আইপিএল জিততেই হবে। এই মুহূর্তে সব কিছু বলাই কঠিন। কিন্তু আমি ইতিবাচক, আইপিএল জিতবই।’’ ডিভিলিয়ার্সও বলছিলেন, ‘‘আমিও আইপিএল জিততে চাই। আরসিবির হয়েই। এ বার আমি প্রচুর পরিশ্রম করেছি। আইপিএল না হলে খুব খারাপ লাগবে।’’২০০৮ সালে প্রথম আইপিএলের সময় কোহালি উপলব্ধি করেন, খাটো লেংথের বলে তিনি বেশ সমস্যায় পড়ছেন। তাঁকে শর্ট বল মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন মার্ক বাউচার। কোহালি বলছিলেন, ‘‘বাউচার বলেছিল খাটো লেংথের বলের বিরুদ্ধে মোকাবিলা করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে টেকা যাবে না। আরও বলেছিল, চার বছর পরে ভারতে এসে যেন দেখি তুমি খাটো লেংথের বল ভাল করেই সামলাতে পারছ। তোমাকে কিন্তু ভারতীয় দলে দেখতে চাই। না হলে আমারই খারাপ লাগবে।’’ যোগ করেন, ‘‘বাউচারের সেই পরামর্শ এখনও মনে পড়ে। আমার ক্রিকেটার হওয়ার নেপথ্যে অনেকের অবদান রয়েছে।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন