Football

ইরান-পর্তুগাল ম্যাচে কে খেললেন ভাল, কেই বা খারাপ

ইরান ম্যাচে রোনাল্ডো মোটেই সেরা নন। তা হলে কে সেরা, কে-ই বা সব থেকে খারাপ খেললেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১১:৩৮
Share:
০১ ০৬

সোনার বুটের দৌড়ে তিনি রয়েছেন প্রথম থেকেই। আর তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তরা তাকিয়ে ছিলেন ইরান ম্যাচের দিকে। আশা করেছিলেন তাঁর পায়ের জাদু দেখার জন্য। কিন্তু, হতাশ করেছেন তিনি। মিস করেছেন পেনাল্টির সুযোগ। ইরান ম্যাচে রোনাল্ডো মোটেই সেরা নন। তা হলে কে সেরা, কে-ই বা সব থেকে খারাপ খেললেন।

০২ ০৬

এহসান হজসফি (খারাপ) : ইরানের নির্ভরযোগ্য ডিফেন্ডার। কিন্তু, বিশ্বকাপ শুরু আগে থেকেই চোট আঘাতে ভুগছিলেন। পর্তুগালের বিরুদ্ধে তাঁর দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু, সমর্থকদের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে খুব একটা সফল হননি।

Advertisement
০৩ ০৬

পেপে (ভাল) : পর্তুগালের অন্যতম ভরসার ফুটবলার। ইরানের বিরুদ্ধেও নিজের সুনাম বজায় রেখেছেন। পাস দেওয়া থেকে শুরু করে, বিপক্ষকে আটকানো— সব ক্ষেত্রেই নজর কেড়েছেন পেপে।

০৪ ০৬

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (মাঝারি): ইরানের বিরুদ্ধে রোনাল্ডোর খেলা রীতিমতো হতাশ করেছে ফুটবলপ্রেমীদের। নিজের সুনামের প্রতি বিন্দুমাত্র সুবিচার করতে পারেননি। তাঁর মতো খেলোয়ারের কাছ থেকে আরও অনেক কিছুর আশা করা যায়। সেই হিসেবে রোনাল্ডোকে মধ্যমের তালিকাতেই রাখা উচিত।

০৫ ০৬

রাফায়েল গুয়েরেইরো (খারাপ): কোনও মতে ইরানের বিরুদ্ধে ড্র করেছে পর্তুগাল। শুধু রোনাল্ডো নন, নিজের প্রতি সুনাম বজায় রাখতে পারেননি অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম রাফায়েল গুয়েরেইরো। অনেক সুযোগ মিস করতে দেখা গিয়েছে তাঁকে। ইরানের বিরুদ্ধে খুবই নিম্নমানের ফুটবল খেলেছেন তিনি।

০৬ ০৬

রিকার্ডো কোয়ারেজ়মা (ভাল): ইরানের বিরুদ্ধে বড় প্রাপ্তি অবশ্যই কোয়ারেজ়মা। পর্তুগালের ফুটবলারটিকে নতুন ভাবে পাওয়া গিয়েছিল ম্যাচে। পর্তুগালের থেকে এই ম্যাচে প্রাপ্তি একমাত্র কোয়ারেজ়মার গোলটা। প্রথমার্ধের শেষ দিকে ইরানের লেফ্ট ব্যাক যেখানে দাঁড়ান, সেখানে ওয়ান-টু খেলে, ভিতরের দিকে ঢুকে এসে ডান পায়ের ‘আউট সাইড’ দিয়ে বল গোলে পাঠালেন, তা অনবদ্য। তাই তিনিই তো সেরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement