Cricket

পন্থের পাশে দাঁড়িয়ে ফের টিম ম্যানেজমেন্টকে দুষলেন যুবরাজ

নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুতেই পর পর উইকেট যায় ভারতের। এক সময়ে ভারতের রান ছ’উইকেটে ৯১ হয়ে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৫:২৬
Share:

সাম্প্রতিক কালে প্রবল সমালোচিত হয়েছেন পন্থ। —ফাইল চিত্র।

বিশ্বকাপ সেমিফাইনালে দায়িত্বজ্ঞনহীন শট খেলে আউট হয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর শট নির্বাচন দেখে রেগে গিয়েছিলেন বিরাট কোহালিও।

Advertisement

দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ অবশ্য পন্থের পাশে দাঁড়িয়ে দুষছেন, কোহালির দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে। তাঁদের ভুল সিদ্ধান্তের জন্যই ডুবতে হয়েছিল ভারতকে। এনটাই মত যুবির।

কেভিন পিটারসেনের সঙ্গে লাইভ চ্যাটে যুবি বলেছেন, “পন্থ ওর কেরিয়ারের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল। যে ছেলেটা জীবনের পঞ্চম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে, তাঁকে ওই সময়ে নামানো উচিত হয়নি। পন্থ বা বিজয় শঙ্করকে দোষ দিয়ে লাভ নেই।”

Advertisement

নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুতেই পর পর উইকেট যায় ভারতের। এক সময়ে ভারতের রান ছ’উইকেটে ৯১ হয়ে গিয়েছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এনেছিল। পন্থ, হার্দিক পাণ্ড্যকে ব্যাটং অর্ডারে উপরের দিকে এনেছিল। ধোনিকে ব্যাটিং অর্ডারে অনেক পরে পাঠানো হয়। দীনেশ কার্তিককে নামানো হয় পাঁচ নম্বরে।

যুবি বলছেন, ‘‘ও রকম ম্যাচে অভিজ্ঞতার প্রযোজন। রোহিত আর বিরাট আউট হওয়ার পরে কী হল? পন্থ যদি ৪০-৪৫টা ওয়ানডে খেলে ফেলত তা হলে সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড সচল রাখত। আমরা ঠিক মতো পরিকল্পনা করতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন