Son Doong cave Vietnam tourism

বিশ্বের দীর্ঘতম গুহা ‘জয়’ করলেন অভিনেতা হর্ষবর্ধন! চাইলে আপনিও যেতে পারেন সেখানে

জঙ্গলের মধ্যে অবস্থিত ‘সোন ডুং’ গুহার দৈর্ঘ্য ৯ কিলোমিটার। সরকারের পক্ষ থেকে জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত গুহাটি পর্যটকদের জন্য খোলা থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৯:২৯
Share:

‘সোন ডুং’ গুহাটি সম্পূর্ণ ঘুরেছেন বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে অ্যাডভেঞ্চার পছন্দ করেন। সম্প্রতি অভিনেতা পৃথিবীর দীর্ঘতম গুহা অভিযান সম্পূর্ণ করেছেন। ভিয়েতনামের কোয়াং ট্রি প্রদেশে অবস্থিত ‘সোন ডুং’ গুহা। ভিয়েতনাম এবং লাওস সীমান্তে জঙ্গলের মধ্যে ৯ কিলোমিটার দীর্ঘ এই গুহাটি পৃথিবীর মধ্যে দীর্ঘতম বলে পরিচিত।

Advertisement

হর্ষবর্ধনের জীবনে এই মাইলফলক গরুত্বপূর্ণ। কারণ এখনও পর্যন্ত ১০০ জনেরও কম ভারতীয় ‘সোন ডুং’ গুহা পায়ে হেঁটে অতিক্রম করতে পেরেছেন। এই মুহূর্তে ভিয়েতনামে তাঁর পরবর্তী ছবি ‘সিলা’র শুটিংয়ে ব্যস্ত হর্ষবর্ধন। তার মাঝেই এই গুহা অভিযান সম্পূর্ণ করেন হর্ষবর্ধন। তবে প্রত্যেক বছর এই গুহাটি দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকেরা ভিয়েতনামে উপস্থিত হন।

‘সোন ডুং’ গুহা

Advertisement

১৯৯১ সালে হো কান নামে এক জন পর্যটক ‘সোন ডুং’ গুহা আবিষ্কার করেন। তবে পরবর্তী সময়ে বিভিন্ন অভিযানে সম্পূর্ণ গুহাটি ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে। দুর্গম এবং সঙ্কীর্ণ হওয়ার কারণে এই গুহা হেঁটে পুরোটা ঘুরে দেখা খুব কঠিন। অনেকেই পুরো গুহাটি এক বারে দেখে উঠতে পারেন না।

‘সোন ডুং’ ভ্রমণের পর হর্ষবর্ধনের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ স্মারক। ছবি: ইনস্টাগ্রাম।

২০১৩ সালে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ সংস্থা এই গুহাটিকে বিশ্বের দীর্ঘতম গুহা আখ্যা দিয়েছে। মূলত চুনাপাথরের তৈরি গুহাটিতে এক সময় অগ্ন্যুৎপাতের ফলে লাভা প্রবেশ করে। তার ফলে গুহার মধ্যে বিভিন্ন জায়গায় অজস্র প্রাকৃতিক ভাস্কর্য তৈরি হয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু কয়েকটি স্ট্যালাগমাইট এই গুহার মধ্যেই রয়েছে।

কী ভাবে যাবেন

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ‘সোন ডুং’ গুহার দূরত্ব ৫০০ কিলোমিটার। খেয়াল রাখতে হবে, প্রতি বছর জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত এই গুহা ঘুরে দেখার অনুমতি দেয় সে দেশের সরকার। কারণ, অগস্টের শেষ থেকে বৃষ্টির ফলে গুহার মধ্যে নদীর জল প্রবেশ করে। আগে থেকে পারমিট বুক করতে হয়। আর বছরে মাত্রা ১ হাজার পারমিট দেওয়া হয়। তাই অনেক সময়েই এই গুহা দেখার জন্য ৬ থেকে ১১ মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়।

হ্যানয় থেকে ‘সোন ডুং’ যাওয়া এবং পুরো গুহাটি ঘুরে দেখতে প্রায় ৩ দিন সময় লাগতে পারে। রাতে থাকার ব্যবস্থা গুহার মধ্যেই করা হয়। বিভিন্ন ট্যুর অপারেটর এই দর্শনীয় স্থানটি দেখার প্যাকেজের সুবিধা দেয়। পরিষেবা এবং দিনের উপর নির্ভর করে ‘সোন ডুং’ দেখার জন্য জনপ্রতি ৩ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৬৩ হাজার টাকা) পর্যন্ত খরচ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement