ল্যাপটপ নিয়ে বিমান সফরের সময় কোন সতর্কতা জরুরি? ছবি: সংগৃহীত।
ক্যামেরাই হোক বা ল্যাপটপ— এই দুই জিনিস নিয়ে হরদমই বিমান সফর করতে হয় অনেককেই। কিন্তু সমস্যা হল, একটু অসাবধান হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে ক্যামেরা কিংবা ল্যাপটপ। দু'টি জিনিসই বেশ মূল্যবান। মূল্য শুধু আর্থিক দিক থেকেই নয়, অনেকের ল্যাপটপেই থাকে অফিসের গুরুত্বপূর্ণ নথি থেকে যাবতীয় তথ্য। সুতরাং কোনও কারণে সেটি নষ্ট হলে বা স্ক্রিন ভেঙে গেলে দুর্গতির শেষ থাকবে না। এমনটা যে কারও সঙ্গে হয়নি বা হয় না, তা নয়। মুহূর্তের অসতর্কতায় এমনটা ঘটতেই পারে। ল্যাপটপ নিয়ে বিমান সফর করতে হলে কী কী মাথায় রাখা দরকার।
কোথায় নেবেন?
বিমানসফরে মালপত্র দু'ভাবে নিয়ে যাওয়া যায়। একটি হল চেক-ইন লাগেজ আর একটি ক্যারি-অন লাগেজ। চেক ইন লাগেজের তালিকায় সাধারণত বড়সড় স্যুটকেশ বা ব্যাগ পড়ে। এটি স্ক্যান করানোর পর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। যাত্রী যে বিমানে সফর করছেন, সেই বিমানের পেটের ভিতরে ‘কার্গো হোল্ড’ এ চলে যায় জিনিসগুলি। আর যাত্রী সঙ্গে কিছু জিনিস নিয়ে উঠতে পারেন। সেটি যে ব্যাগে থাকে, সেটিকে বলা হয় ক্যারি অন লাগেজ।
ল্যাপটক ‘ক্যারি অন লাগেজ’-এ রাখতে বলছেন নিয়মিত বিমান সফরকারীরা। ল্যাপটপে কোন ধরনের লাগেজে নেওয়া যায়, সেই ব্যাপারে নির্দিষ্ট বিমান সংস্থার নির্দেশিকা থাকে। ল্যাপটপে যেহেতু ব্যাটারি থাকে, সেই কারণেই বিমানবন্দরের নিয়ম অনুযায়ী সেটি সঙ্গের হাতব্যাগে রাখাই নিয়ম।
সুরক্ষায় কোন কৌশল
প্যাডেড ল্যাপটপ ব্যাগ
প্যাড দেওয়া ল্যাপটপ ব্যাগ সঙ্গে রাখতে পারেন। ছবি: সংগৃহীত।
ল্যাপটপ নিয়ে যাওয়ার সময় সেটি একাধিক বার স্ক্যান করা হয়। ভাল হয়, সেটি যদি প্যাড দেওয়া ল্যাপটপ ব্যাগে ভরে নেওয়া যায়। ল্যাপটপ সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়ার জন্য এমন ব্যাগ তৈরি হয়। ধাক্কা বা ঠোকাঠুকির ফলে ল্যাপটপের যাতে ক্ষতি না হয়, সে কারণে প্যাড দেওয়া থাকে। এটি জল নিরোধকও হয়। প্যাডেড ব্যাগে ভরা ল্যাপটপ পিঠের ব্যাগে বা হাতব্যাগে ভরে রাখলে বেশি সুরক্ষিত থাকবে।
তালা
হাতের ব্যাগেও তালা দিতে পারেন। এখন বিভিন্ন ধরনের কম্বিনেশন লক পাওয়া যায়, যা মোটেই দেখতে বেমানান লাগে না। ল্যাপটপ, টাকা এবং জরুরি নথি এ ভাবে রাখলে বাড়তি সুরক্ষায় থাকবে।
পায়ের কাছে রাখুন
বিমানে যাত্রীরা যেখানে বসেন তার মাথার কাছে কেবিনে লাগেজ রাখা থাকে। তবে ল্যাপটপের ব্যাগ সেখানে না রেখে বসার আসনের পাশে রাখতে পারেন। অনেক সময় বিমানের কেবিনে একাধিক জিনিসপত্র রাখার জন্য ধাক্কাধাক্কিতে ল্যাপটপ ভেঙে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্ক্যানের সময় ক্ষতি হয় কি?
সঙ্গের ব্যাগে ল্যাপটপ থাকলে নিরাপত্তাজনিত একাধিক পরীক্ষা পার করতে হয়। ল্যাপটপ স্ক্যান করা হয়। অনেকের প্রশ্ন থাকে, এতে ল্যাপটপের ক্ষতি হয় কি না। এটি নিরাপদ পন্থা। এতে গ্যাজেটের কোনও ক্ষতি হয় না।
চার্জ থাকা দরকার
নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা স্ক্যানিংয়ের সময় বা তার পরেও ল্যাপটপ চালু করে দেখাতে বলতে পারেন। সেই কারণে ল্যাপটপে কিছুটা হলেও চার্জ থাকা দরকার।