Travel Tips

বিমানবন্দরে ট্রলি ব্যাগ প্লাস্টিকে মুড়িয়ে নেন অনেকে? এর কারণ কী? এতে কি সমস্যাও হতে পারে?

বিমানবন্দরে প্লাস্টিক দিয়ে খুব ভাল ভাবে মোড়া লাগেজ দেখেছেন কি? মনে হয়েছে কখনও এর কারণ কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৫:২০
Share:

প্লাস্টিক মুড়ে লাগেজ কেন নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে? এর সুবিধা আছে কিছু? ছবি: সংগৃহীত।

দেশ-বিদেশে উড়ানপথে যাতায়াতের অভিজ্ঞতা আছে? তা হলে কোনও না কোনও সময় হয়তো দেখে থাকবেন বিমানবন্দরে একদল যাত্রী থাকেন, যাঁদের লাগেজ থাকে স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো। তা দেখে হয়তো কৌতূহল হয়েছে, কেন এমনটা করেন লোকে? কিন্তু কখনও খোঁজ করেছেন কি?

Advertisement

ব্যাগ প্লাস্টিকে মুড়ে দেওয়ার জন্য রয়েছে একাধিক সংস্থা। বিশ্বের অনেক দেশেই এমন সুবিধা রয়েছে। নব্বইয়ের দশক থেকে এর প্রচলন বলে শোনা যায়। আমেরিকা এবং বিশ্বের নানা দেশে একাধিক সংস্থা ‘সিকিওর র‌্যাপ’ শুরু করে।

প্লাস্টিকে মোড়ার কারণ কী?

Advertisement

নামেই প্রকাশ, জিনিসপত্রের নিরাপত্তার খাতিরেই এমন প্লাস্টিকের বাঁধনে মুড়ে দেওয়া হয় লাগেজ। এমন কিছু পর্যটক আছেন, যাঁরা জিনিসপত্র খোয়া যাওয়ার ভয় পান, নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বেগে ভোগেন। আবার একাংশের পর্যটক মনে করেন, বিমানে মালপত্র ওঠানো, নামানো বা কনভেয়ার বেল্ট হয়ে আসার সময় ঠোকাঠুকিতে লাগেজের গায়ে যে আঁচড় পড়ে বা লাগেজ ভেঙে যায়, সেটাই এড়ানো যেতে পারে এমন পন্থায়। কারও বক্তব্য, ভঙ্গুর জিনিস নিয়ে যেতে গেলে এই পন্থা লাভদায়ক। এ নিয়ে নানা মুনির নানা মত। অন্তর্জালে বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং তার উত্তর প্রদান সংক্রান্ত যে সমস্ত ফোরাম রয়েছে, তারই একটিতে এ নিয়ে পর্যটকদের নানা মত পাওয়া যায়। কেউ মনে করেন, অতি কৌতূহলী কর্মী বা পর্যটকদের নজর থেকে নিজের সামগ্রী সযত্নে রাখতেই এমন পন্থা। কারও যুক্তি অন্য। বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজে জীবাণুনাশক স্প্রে করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে ব্যাগ বা স্যুটকেশের চেন বা কোনও ফাঁক দিয়ে রাসায়নিক ঢুকে গেলে পোশাক নষ্ট হয়। সে কারণে, ‘সিকিওর র‌্যাপ’ করান অনেকেই।

বিমানবন্দরে কী অসুবিধা হতে পারে?

এমনিতে স্বচ্ছ মোড়ক নিয়ে অসুবিধা নেই বেশির ভাগ দেশের বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ তা আটকান না। তবে যদি স্ক্যানারে দেখা যায়, অনুমতিহীন জিনিস ব্যাগে রয়েছে তা হলে তা খুলতে হবে। নিরাপত্তাজনিত কারণেও নিরাপত্তারক্ষীরা তা খোলার নির্দেশ দিতে পারেন বা এ ক্ষেত্রে বিমানবন্দর কর্মীরাই ছুরির সাহায্য মোড়ক কেটে দিতে পারেন। পরে কিন্তু তাঁরা আবার প্যাকিং করে দেবেন না। সে ক্ষেত্রে , টাকা দিয়ে ব্যাগ প্লাস্টিকের মোড়ানোর খরচটাই জলে যেতে পারে।

তা হলে কি প্লাস্টিকে লাগেজ মোড়ানো অর্থের অপচয়?

যদি মনে হয় স্যুটকেশ বা ব্যাগ থেকে জিনিস খোয়া যেতে পারে, সে ক্ষেত্রে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত, মজবুত ব্যাগ বা ট্রলি বেছে নেওয়া যেতে পারে। ধাক্কা লেগে যাতে স্যুটকেশ ভেঙে না যায়, সে জন্য শক্তপোক্ত, টেকসই জিনিস কিনতে পারেন যাত্রীরা। ধুলো বা রাসায়নিক স্প্রে থেকে লাগেজ বাঁচাতে জল নিরোধী কভার বানিয়ে নেওয়া যায়। যেটি পরে কেচে নেওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement