কাশিশ চৌধরি। বালোচিস্তানের হিন্দু মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম। বালোচিস্তানের চাগাই জেলার নোশকি শহরের বাসিন্দা। মাত্র পঁচিশ বছর বয়সেই বালোচিস্তান পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কাশিশ। এই অভাবনীয় সাফল্যে কাশিশকে শুভেচ্ছা জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগতি। বালোচিস্তানের মহিলাদের অধিকার এবং হিন্দু সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন কাশিশ।