গুম, নির্যাতন এবং দু’হাজার চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করানো হল কর্তব্যরত ১৫ সেনাকর্তাকে। বাংলাদেশে এই প্রথম গুমের মতো অপরাধে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যকলাপ শুরু হল। প্রথমবার অসামরিক বিচারপ্রক্রিয়ায় বিচার হচ্ছে বাংলাদেশের একাধিক সিনিয়র সেনা আধিকারিকের।