জনশ্রুতি ও ইতিহাসের মাঝে বেঁচে থাকেন রামপ্রসাদ, তাঁর ভিটেয় আজও পুজো পান জগদীশ্বরী কালী
তাঁকে ঘিরে নানান গল্প। হালিশহরে রামপ্রসাদ সেনের ভিটেতে রয়েছে তাঁর সাধনার পঞ্চমুণ্ডি আসন।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৮:৪৬
Share:
Advertisement
কলকাতা থেকে হালিশহর। রামপ্রসাদ সেনের গল্প ছড়িয়ে আছে বাংলার শাক্ত সাধনার ইতিহাস জুড়ে। হালিশহরে রামপ্রসাদের ভিটেয় এখন পাকা মন্দির। সেখানে রোজ পুজো পান জগদীশ্বরী কালী। রামপ্রসাদ সম্পর্কে নানা জনশ্রুতি ভেসে বেড়ায় হালিশহরের হাওয়ায় হাওয়ায়।