গুরু নানক জয়ন্তীতে ছাড়পত্র! দু’হাজারের উপর ভারতীয় নাগরিককে পাকিস্তানে যাওয়ার অনুমতি পাক প্রশাসনের। মঞ্জুর করা হল ভিসা। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে শিখ পুণ্যার্থীরা যোগ দিতে পারবেন। আবেদনকারী ২১০০ জনের ভিসা মঞ্জুর করা হয়েছে। ১৯৭৪ সালের রিলিজিয়াস প্রোটোকল অনুযায়ী, ভারত-পাকিস্তানের পুণ্যার্থীরা দুই দেশের ধর্মীয়স্থানই পরিদর্শন করতে পারবেন। রাজনৈতিক অস্থিরতা এ ক্ষেত্রে কোনও বাধা হবে না।