কয়েকদিন ধরেই ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে চর্চা তুঙ্গে। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। দু’জনের মন কষাকষি কয়েকদিন ধরেই শিরোনামে। মহিলা কমিশন পর্যন্তও নাকি পৌঁছেছিল অভিযোগ। শেষমেশ এই ধারাবাহিক থেকে সরেই দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়।