Delhi house

শাড়ির মাপে আস্ত বাড়ি! কয়েক হাত জমিতে তিনতলা বাড়ি, দিল্লির ‘ছোট্ট আশ্চর্য’ দেখে সমাজমাধ্যমে হইচই

দেশলাই খোপের মতো এই বাড়িটিতে চার জনের একটি পরিবার বাস করে। মাসিক ভাড়া ৩ হাজার ৫০০ টাকা। এই বাড়িটিকে শহরের সবচেয়ে ছোট্ট বাসস্থান বলে ধরা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫
Share:

ছবি: সংগৃহীত।

আয়তন মেরেকেটে ছ’বর্গ গজ! লম্বায় একটি শাড়ির মাপের সমান। প্রমাণ মাপের ঘরের চেয়েও ছোট জায়গায় তৈরি রয়েছে তিনতলা বাড়ি। তা-ও আবার রাজধানী দিল্লির বুকে। বুরারির ঝরোদার সন্ত নগরের মূল বাজারের ঠিক পাশে, ৬৩ নম্বর লেনে অবস্থিত বা়ড়িটি। এলাকায় এতটাই সুপরিচিত যে ‘ছ’গজের বাড়ি’ দেখতে চাইলেই যে কেউ সেখানে আপনাকে পৌঁছে দেবে। ‘দিল্লির ছোট্ট আশ্চর্য’ নামেও পরিচিত এটি। এই বাড়িটিকে শহরের সবচেয়ে ছোট্ট বাসস্থান বলে ধরা হয়।

Advertisement

দেশলাই খোপের মতো এই বাড়িটিতে চার জনের একটি পরিবার বাস করে। এলাকার দীর্ঘ দিনের এক বাসিন্দা জানান যে বাড়িটি ২০১৪-২০১৫ সাল নাগাদ তৈরি হয়েছিল। রাস্তার শেষ প্রান্তের জমিটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি হয়েছিল। আজ বাড়িটির মূল্য ১৪ লক্ষ টাকারও বেশি হয়েছে। বাড়িটিতে ভাড়া নিয়ে থাকেন এক দম্পতি ও তাঁদের দুই সন্তান। গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় গাড়ি চালান পরিবারের কর্তা সঞ্জয়। পরিবারটি ২০২০ সালে উত্তরপ্রদেশের কানপুর থেকে এই বাড়িতে চলে আসে। লকডাউনের সময়ও তাঁরা সেখানেই থাকতেন। মাসিক ভাড়া ৩ হাজার ৫০০ টাকা।

ত্রিকোণ আকৃতির বাড়িটির দোতলার সংলগ্ন রাস্তার পাশে দুটি সরু বারান্দা (আড়াই ফুট প্রশস্ত) রয়েছে, যা উপরের তলার জায়গা কিছুটা বাড়িয়েছে। নিচের তলাটি ছয় গজ হলেও, বাড়িটির অদ্ভুত নকশার জন্য উপরের তলাগুলি প্রায় ১২ গজ করে বেড়ে গিয়েছে। মূল দরজা থেকে একটি সিঁড়ি সরাসরি প্রথম তলায় চলে গিয়েছে। দোতলায় বিছানা-সহ একটি শোয়ার ঘর, একটি টিভি, টেবিল, থাকার মতো জায়গা রয়েছে। ঘরে একটি এসিও লাগানো রয়েছে। মেঝেটি পাথরের টাইলস দিয়ে ঢাকা এবং একটি ছোট সংযুক্ত বাথরুম আছে। তিনতলায় রয়েছে রান্নাঘর এবং বসার জায়গা। উপরের তলায় আরও একটি শৌচাগার রয়েছে। ছাদে একটি জলের ট্যাঙ্ক আছে। পুরো বাড়িটি মূলত একটি সিঁড়ির চারপাশ ঘিরে তৈরি করা হয়েছে।

Advertisement

সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আশ্চর্য নকশার এই বাড়িট। প্রচুর মানুষ নেহাত কৌতূহলের বশেই বাড়িটি চাক্ষুষ করতে চলে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement