viral video

আস্ত সাপকে গিলে খেল সোনা ব্যাঙ, খাদকেরই খাদ্যে পরিণত হল সরীসৃপ! হাওড়ার ডোবায় ধরা পড়ল বিরল দৃশ্য, রইল ভিডিয়ো

বাড়ির পাশে একটি ডোবার ধারে গাছপালার নীচে কিছু নড়াচড়া করতে দেখেন পলাশ নামের এক তরুণ। দেখেন, ডোবার মধ্যে বসে একটি সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাঙ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

উলটপুরাণ। খাদক পরিণত হল খাদ্যে। ব্যাঙের শিকার হল একটি হেলে সাপের বাচ্চা। প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাপের প্রধান খাদ্য হল ব্যাঙ ও ইঁদুর। সেই ঘটনারই সম্পূর্ণ বিপরীত দৃশ্য ধরা পড়ল হাওড়ার বাগনানে। হাল্যান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরট গ্রামে। দেখা গিয়েছে, একটি সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাঙ। সেই গ্রামের বাসিন্দা পরিবেশকর্মী পলাশ প্রধানের নজরে পড়ে অদ্ভুত দৃশ্যটি। তিনি সময় নষ্ট না করে ক্যামেরাবন্দি করে ফেলেন সেই দৃশ্য। আনন্দবাজার ডট কম-এর হাতে এসেছে সেই ভিডিয়োটি।

Advertisement

পলাশ বাড়িতে রোজকারের কাজকর্ম সারছিলেন। হঠাৎ তিনি লক্ষ করেন বাড়ির পাশে একটি ডোবার ধারে গাছপালার নীচে কিছু নড়াচড়া করছে। দেখেন, ডোবার ধারে একটি পূর্ণবয়স্ক সোনা ব্যাঙ বা ইন্ডিয়ান বুল ফ্রগ একটি হেলে বা বাফ্ স্ট্রাইপড্ সাপকে গিলে খাচ্ছে। ব্যাঙটির মুখ থেকে বেরিয়ে রয়েছে একটি জ্যান্ত সাপের মাথা ও ধড়ের কিছুটা অংশ। বাঁচার কোনও উপায় নেই দেখে নড়াচড়া করছে না ছোট সাপটি। পলাশ ব্যাঙটিকে বিরক্ত না করে এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে ব্যাঙটি আস্তে আস্তে সাপটিকে গিলে ফেলছে।

পরবর্তী কালে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে ঘটনাটি জানান পলাশ। চিত্রক জানিয়েছেন, পরিবেশে ব্যাঙের গুরুত্ব অপরিসীম। পোকামাকড় ও মশা হল ব্যাঙের খাবার। এই সমস্ত কীটপতঙ্গদের সাবাড় করে ব্যাঙ বিভিন্ন পতঙ্গবাহিত রোগের প্রকোপ কমায়। কালাচ ও চন্দ্রবোড়ার মতো প্রচুর সাপের ছানা খেয়ে নিয়ে পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে সোনা ও কুনো ব্যাঙ। জলাভূমি ভরাট, পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়ার জন্য ব্যাঙের প্রজননের সমস্যা হচ্ছে। ফলে ব্যাঙের সংখ্যা কমছে বলে জানান চিত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement