ছবি: প্রতীকী।
নিরামিষ না খেলে পাওয়া যাবে না বাড়ি ভাড়া! আমিষভোজী হওয়ার কারণে বাড়ি খুঁজে পাচ্ছেন না চেন্নাইয়ের এক ব্যক্তি। মাছ-মাংস খাওয়ার কারণে বাড়ি দিতে অস্বীকৃত হয়েছেন বাড়িওয়ালা, এমনটাই অভিযোগ তরুণের। বাড়ি খুঁজতে খুঁজতে তিনি এমন এক বাড়িওয়ালার সন্ধান পান, যিনি তাঁকে বলেছিলেন যে তিনি কেবল নিরামিষাশী পরিবারগুলিকেই বাড়ি ভাড়া দেন। বড় শহরগুলিতে ভাড়ায় ভাল বাড়ি পাওয়া খড়ের গাদায় সুচ খুঁজে পাওয়ার মতোই কঠিন। তার উপর বাড়ির মালিকেরা এমন শর্ত আরোপ করে বসেন যে সেগুলি মেনে নেওয়া অনেক সময় প্রায় অসম্ভবই হয়ে পড়ে।
তেমনই ঘটেছে চেন্নাইয়ের বাসিন্দা প্রশান্ত রঙ্গস্বামীর সঙ্গে। সমাজমাধ্যম এক্সে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই বার্তায় লেখা রয়েছে, ‘‘দুঃখিত স্যর, আমরা কেবল নিরামিষাশী পরিবারগুলিকেই বাড়ি দিই।’’ এই বার্তাটি এক বাড়ির মালিক প্রশান্তকে পাঠিয়েছেন। প্রশান্ত পোস্টটি করার সময় মজা করে লিখেছেন, ‘‘আপনি যদি আমিষভোজী হন তবে চেন্নাইয়ে বাড়ি পাওয়া কঠিন।’’ সমাজমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্টটি বিপুল ভাবে নজর কেড়েছে। পোস্টটি দেখে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পোস্টটি ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সাড়ে ছ’হাজার মানুষ পোস্টটি লাইক করেছেন। পোস্টটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কেউ কেউ বাড়িওয়ালার এই অভ্যাসের তীব্র নিন্দা করেছেন। কেউ কেউ মনে করছেন বাড়িওয়ালারা প্রায়শই এই ধরনের পুরনো ধ্যানধারণার কারণে ভাড়াটেদের প্রত্যাখ্যান করেন। এক জন লিখেছেন, ‘‘কিছু বাড়িওয়ালা জাতি বা ধর্মের কারণে ভাড়াটেদের প্রত্যাখ্যানও করেন।’’ আবার অন্য এক জন বাড়ির মালিকের পক্ষে মত প্রকাশ করে লিখেছেন, ‘‘এটি তাঁর বাড়ি, তাঁর নিয়ম। যদি আপনার নিয়ম পছন্দ না হয়, তা হলে নিজের বাড়ি কিনুন এবং যাঁকে ইচ্ছা ভাড়া দিন।’’