bizarre

৬ মাস ধরে ঝরঝরে তামিলে কথা বলছেন নেপালি মহিলা! ভূত ভর করেছে বৌয়ের উপর, দাবি স্বামীর

সম্প্রতি ‘নারায়ণাহ’ নামের এক্স হ্যান্ডলে এসে এক তরুণ জানিয়েছেন তাঁরই এক কর্মীর স্ত্রীর উপর ভর করেছে এই ‘ভাষার ভূত’। সেই কর্মী তাঁর কাছে এসে এক মাসের ছুটির আবেদন জানান। কর্মী জানান, তাঁর স্ত্রীর তামিল ভাষায় কোনও জ্ঞান নেই, হঠাৎ করেই ‘ভূতে ভর’ করার পর তামিল ভাষায় কথা বলতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০৭:৫৬
Share:

—প্রতীকী ছবি।

কস্মিনকালেও তামিল ভাষা শেখেননি। অথচ গত ছ’মাস ধরে সেই ভাষাতেই অনর্গল কথা বলে চলেছেন এক মহিলা। তাঁর স্বামীর দাবি, ভূতে ভর করেছে স্ত্রীকে। সম্প্রতি ‘নারায়ণাহ’ নামের এক্স হ্যান্ডলে এসে এক তরুণ জানিয়েছেন তাঁরই এক কর্মীর স্ত্রীর উপর ভর করেছে এই ‘ভাষার ভূত’। সেই কর্মী তাঁর কাছে এসে এক মাসের ছুটির আবেদন জানান। পোস্টদাতার বাড়িতে প্রতি দিন গাড়ি পরিষ্কার করেন এই কর্মী। তিনি নেপালের বাসিন্দা। তিনি জানান, তাঁর স্ত্রীর তামিল ভাষায় কোনও জ্ঞান নেই। হঠাৎ করেই ‘ভূতে ভর’ করার পর তামিল ভাষায় কথা বলতে শুরু করেন।

Advertisement

পোস্টদাতা তরুণ জানিয়েছেন, তাঁর কর্মী ছুটি চাওয়ার পর তিনি তাঁকে কিছু আর্থিক সাহায্যের প্রস্তাবও দেন। তখনই তাঁর এই অদ্ভুত সমস্যার কথা খুলে বলেন নেপালি কর্মচারী। তিনি জানান, তাঁর স্ত্রী অসুস্থ, হৃদ্‌রোগের সমস্যা রয়েছে তাঁর। তাঁরা চেন্নাইয়ের বাসিন্দা হলেও নিজেদের নেপালি গোষ্ঠীদের মধ্যেই মিশতেন। তার বাইরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর স্ত্রীর কোনও সখ্য গড়ে ওঠেনি বলেই জানিয়েছেন স্বামী। হঠাৎ করেই ঝরঝরে তামিল ভাষায় কথা বলতে দেখে আশপাশের প্রতিবেশী ও আত্মীয়েরা অবাক ও উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রথমে মহিলাকে একটি সরকারি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কোনও চিকিৎসকই এর ব্যাখ্যা দিতে পারেননি। তার পর কাছের একটি মসজিদে সাহায্য চাওয়া হয়। সেখানে দু’মাস ধরে ধর্মীয় অনুষ্ঠান করা হয়। অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায়, ইমাম অবশেষে তাঁকে নিরাপত্তার জন্য নেপালে ফিরে যাওয়ার পরামর্শ দেন। চেন্নাইয়ের বাসিন্দার এই পোস্ট দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে এই ঘটনাটিকে অতিপ্রাকৃত বলে মন্তব্য করেছেন। আবার কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারীর মতে চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে ওই নেপালি মহিলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement