Bizarre

রেলের কামরা না বাড়ির ছাদ, এসি কোচে অন্তর্বাস মেলে দিলেন যাত্রী! ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়

ট্রেনের একেবারে উপরের বার্থে লোহার রেলিং দেওয়া অংশটিকে কাপড় শুকোনোর দড়িতে পরিণত করা হয়েছে। দিব্যি মেলে রাখা হয়েছে যাত্রীর গেঞ্জি ও অন্তর্বাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

রেলের কামরায় শুকোচ্ছে যাত্রীর অন্তর্বাস। কামরার একেবারে উপরের বার্থে দিব্যি মেলে রাখা হয়েছে গেঞ্জি ও অন্তর্বাস। উদ্দেশ্য, সফরের মাঝেই সেগুলিকে পাখার হাওয়ায় শুকিয়ে নেওয়া। সেই ঘটনারই একটি ছবি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। হইচই পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। এক জন রেডিট ব্যবহারকারী ছবিটি পোস্ট করে জানান ঘটনাটি ঘটেছে মাইসুরু-জয়পুর এক্সপ্রেসের এসি কামরায়। পোস্টটি সম্প্রতি করা হলেও ঘটনাটি গত ১৫ অগস্টের।

Advertisement

পোস্টদাতা জানিয়েছেন তিনি সকাল ১০টার দিকে ট্রেনে ওঠেন। সেখানেই এই অদ্ভুত দৃশ্য নজরে আসে। তিনি পোস্টে লিখছেন কামরায় বসার জায়গা না পেলেও ‘বিনামূল্যে লন্ড্রি পরিষেবা’ চালু ছিল। যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ট্রেনের একেবারে উপরের বার্থে লোহার রেলিং দেওয়া অংশটিকে কাপড় শুকোনোর দড়িতে পরিণত করা হয়েছে। এই ধরনের দৃশ্য আগেও দেখা গিয়েছিল রেলের কামরায়। দূরপাল্লার ট্রেন নয়, লোকাল ট্রেনের কামরায় উঠে ভিজে পোশাক মেলে দিতে দেখা গিয়েছিল এক তরুণীকে। সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। এমনকি ভিডিয়োটি ঘিরে প্রচুর বিতর্ক দানা বেঁধেছিল।

একই ভাবে পোস্টটি ঘিরে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে রেডিটে। রেলযাত্রীদের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু রেডিট ব্যবহারকারীই। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, ভারতীয় রেল যতই আধুনিক পরিষেবা দেওয়ার চেষ্টা করুক না কেন, যাত্রীদের মনোভাব কখনও উন্নত হবে না। অনেকে মনে করছেন ওই যাত্রীর মধ্যে শিষ্টাচারের প্রবল অভাব রয়েছে। যাত্রীভর্তি কামরায় কী ভাবে এক জন অন্তর্বাস শুকোতে দিতে পারেন সে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement