viral video

জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে বৃদ্ধাকে দেখে তেড়ে এল বুনো ভালুক ! থাবার আঘাতে মুখ হল ফালা ফালা, রইল ভয় ধরানো ভিডিয়ো

বৃদ্ধা হাঁটাহাঁটি করার সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ভালুকটি। উল্টো দিক থেকে দৌড়ে এসে বৃদ্ধার মুখ লক্ষ্য করে থাবার আঘাতে আঁচড়ে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৫:৩০
Share:

—প্রতীকী ছবি।

সকালে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন ৮২ বছরের বৃদ্ধা। হঠাৎ করেই জনশূন্য রাস্তায় তাঁকে দেখতে পেয়ে ধেয়ে এল বন্য এক জন্তু। স্থানীয় একটি জঙ্গল সংলগ্ন রাস্তায় হাঁটতে গিয়ে এক বুনো ভালুকের পাল্লায় পড়ে প্রায় প্রাণটাই খোয়াতে বসেছিলেন ওই বৃদ্ধা। ভালুকের প্রাণঘাতী আক্রমণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

Advertisement

বুধবার জাপানের উত্তরাঞ্চলের একটি শহর ডাইসেনের বাসিন্দা ওই বৃদ্ধা হাঁটতে বেরিয়েছিলেন। একটি বন্য ভালুকের সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃদ্ধা হাঁটাহাঁটি করার সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে ভালুকটি। উল্টো দিক থেকে দৌড়ে এসে বৃদ্ধার মুখ লক্ষ্য করে থাবার আঘাতে আঁচড়ে দেয়। ভালুকটি তেড়ে এসে ঝাঁপিয়ে পড়তেই প্রাণীটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন বৃদ্ধা। বৃদ্ধার প্রতিরোধে ভালুকটি ছিটকে সরে গিয়েও দ্বিতীয় বার ফিরে এসে আক্রমণ করার চেষ্টা করে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ভোরের দিকে রাস্তাটি জনমানবহীন হওয়ায় ভালুকটি তেড়ে আসে বৃদ্ধার দিকে। একটি নির্মীয়মান আবাসনের সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়েছে। ভালুকটির আঁচড়ে জাপানি বৃ‌দ্ধার মুখে গভীর ক্ষত তৈরি হয়েছে। সৌভাগ্যবশত ভালুকটি জঙ্গলে ফিরে যায়। তার পরই গাড়ি চালিয়ে আসা এক ব্যক্তি আহত বৃদ্ধাকে দেখতে পান। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বেঁচে যান অশীতিপর বৃদ্ধা। ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘এবিসিনিউজ়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ তা দেখেছেন। বহু লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement