Madhya Pradesh

ক্লাসের মধ্যে নাবালক ছাত্রদের নিয়ে মদের আসর সরকারি স্কুলশিক্ষকের! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা

নাবালকদের সঙ্গে নিয়ে বসে শিক্ষকের মদ খাওয়ানোর ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কর্মকর্তাদের নজরে আসে। শিক্ষা দফতর থেকে তড়িঘড়ি নিলম্বিত করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৩:০২
Share:

ছবি: সংগৃহীত।

বই, খাতা বা পেন হাতে তুলে দেওয়ার বদলে শিক্ষক ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন মদ! মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলের ঘটনা। মধ্যপ্রদেশের কাটনি জেলার এক জন স্কুলশিক্ষক নাবালক ছাত্রদের মদ খাওয়াচ্ছেন, এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে সংশ্লিষ্ট মহলে। শিক্ষা দফতর থেকে তড়িঘড়ি নিলম্বিত করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে নিয়ে বসে শিক্ষকের মদ খাওয়ানোর ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কর্মকর্তাদের নজরে আসে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, নবীন প্রতাপ সিংহ নামের ওই শিক্ষক বারওয়ারা ব্লকের খিরহানি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ভাইরাল ভিডিয়োয় অভিযুক্ত শিক্ষককে দেখা গিয়েছে স্কুলের ছাত্রদের সঙ্গে একটি ঘরে বসে আছেন তিনি। সামনে রয়েছে কতগুলি কাচের বোতল ও কাপ। দেখা যাচ্ছে, নবীন প্রতাপ তাদের জন্য কাপে বোতল থেকে তরল ঢাললেন। শিক্ষার্থীদের হাতে কাপ ধরিয়ে পান করার আগে জল মিশিয়ে খাওয়ার পরামর্শ দিতেও শোনা গেল শিক্ষককে। জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) ওপি সিংহ শিক্ষককে নিলম্বিত করেছেন বলে জানা গিয়েছে।

এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হতেই সেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। সরকারি স্কুলের মধ্যে স্বয়ং শিক্ষকের এ-হেন আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement