Viral Video

মুখে করে মাছকে খাবার খাওয়াতে গেলেন তরুণ! খেপে গেল জলের প্রাণী, টেনে নিল জলের ভিতরে, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

কৃত্রিম জলাশয়ে এক জায়গায় স্থির হয়ে থাকা দু’টি মাছকে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন এক তরুণ। মাছটি নিয়ে একটি স্টান্ট দেখানোর চেষ্টা করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৭:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

মাছকে খাবার খাওয়াতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তরুণ। হাতের বদলে মুখে করে খাবার খাওয়াতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতেও দু’বার ভাবলেন না। মাছকে খাওয়ানোর অদ্ভুত স্টান্ট দেখাতে গিয়ে সোজা পড়লেন জলে। সেই দুর্ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি কৃত্রিম জলাশয়ে এক জায়গায় স্থির হয়ে থাকা দু’টি মাছকে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন এক তরুণ। মাছটি নিয়ে একটি স্টান্ট দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। সেই স্টান্টটির পরিণতি মেরুদণ্ডে শীতল স্রোত নামাতে বাধ্য। শান্ত মাছেদের জলে সাঁতার কাটতে দেখে মুখ দিয়ে তাদের খাওয়ানোর চেষ্টা করছিলেন তরুণ। তরুণের এই আচরণ সম্ভবত পছন্দ হয়নি মাছের দলের। হঠাৎই একটি মাছ তরুণকে আক্রমণ করে বসে। আচমকা সেই ঘটনায় উপস্থিত সকলেই চিৎকার করে ওঠেন। মাছটি যুবককে জলে টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত কী ঘটেছিল তা ভিডিয়োয় দেখা যায়নি। তবে তরুণের পরিণতি দেখে শিউরে উঠেছেন অনেকেই।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ব্রুটাল ক্লিপ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। কেউ কেউ বলছেন যে এটি এআই দিয়ে তৈরি একটি ভিডিয়ো। আবার কেউ কেউ জানতে আগ্রহী যে যুবক বেঁচে আছেন কি না। গ্রোক জানিয়েছে তরুণ অক্ষত আছেন। অনেকেই মনে করছেন এই ধরনের স্টান্ট ভাইরাল হওয়ার একটি কৌশল। ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement