ছবি: সংগৃহীত।
গাড়ির বনেট খুলতেই চক্ষু চড়কগাছ। ইঞ্জিনকেই দিব্যি ‘বাড়ি’ বানিয়ে ফেলেছে অনাহুত অতিথি। গাড়ির ভিতরে কুণ্ডলী পাকিয়ে আশ্রয় নিয়েছে একটি মস্ত অজগর। বাড়ির ভিতরে থাকা একটি বড় গাড়িতে থানা গেড়েছিল সরীসৃপটি। বাসিন্দাদের নজরে পড়তেই তাঁরা খবর দেন বন দফতরকে। উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনা। গাড়ি থেকে সাপ উদ্ধারের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বিজনৌরের কোতোয়ালি নগর এলাকার বিকাশ কলোনির একটি বাড়িতে গাড়ির ইঞ্জিনের ভিতরে বিশাল সাপ দেখতে পেয়ে সকলে হতবাক হয়ে যান। এত বড় একটি সাপকে দেখে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ভিডিয়োয় দেখা গিয়েছে হাতে গ্লাভস পরে এক বনকর্মী সাপটিকে গাড়ির ইঞ্জিনের ভিতর থেকে তুলে আনার চেষ্টা করছেন। সাপটি এতটাই বড় যে সেটিকে উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন তিনি। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির হুড খুলে ইঞ্জিনের কাছে একটি অজগরকে বিশ্রাম নিতে দেখেন বন দফতরের কর্মী। গ্লাভস পরা আধিকারিক অজগরের ঘাড় ধরে টেনে বার করার চেষ্টা করেন।
সাপটি এতটাই বড় ও ভারী ছিল যে তিনি একা সেটি তুলতে পারেননি। উপস্থিত অন্য এক ব্যক্তি কাপড়ের টুকরো দিয়ে অজগরের লেজ ধরে বন দফতরের কর্তাকে সাহায্য করেন। অবশেষে, বন বিভাগের কর্মীরা অজগরটিকে একটি বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ফেলেন।
ভিডিয়োটি ‘সচিনগুপ্তাইউপি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। কয়েক হাজার মানুষ এটি দেখছেন। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বাড়ি থেকে বেরোনোর আগে গাড়ি পরীক্ষা করুন, না হলে বিপদ হতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘উদ্ধার করা হল সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হল সে কী ভাবে প্রবেশ করল?’’