Delhi Metro

তরুণের হাত ফস্কে মেট্রোর লাইনে পড়ে গেল মোবাইল! লাইনে না নেমেই অদ্ভুত কায়দায় উদ্ধার হল ফোন, রইল ভিডিয়ো

এক যাত্রীর বোকামির কারণে তাঁর ফোনটি হাত থেকে মেট্রোর ট্র্যাকের উপর পড়ে যায়। ফলে মেট্রোকর্মীদের ফোনটি উদ্ধার করতে কয়েক মিনিট ধরে হিমশিম খেতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

মেট্রোর কামরা নয়, এ বার হুলস্থুল কাণ্ড মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। অসাবধানে মেট্রোর লাইনে পড়ে গেল এক যাত্রীর মোবাইল ফোন। তাতেই উত্তেজনা তৈরি হয়ে যায় স্টেশনে। লাইনে নেমে ফোন উদ্ধার করার ঝুঁকি থাকায় মেট্রোকর্মীরা মাথা খাটিয়ে অদ্ভুত ভাবে সেটি তুলে আনেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ঘটনাটি গুরুগ্রামের সিকন্দরপুর র‌্যাপিড মেট্রো স্টেশনে ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ফোনটি ট্র্যাকে পড়ে গিয়েছে। উৎসুক জনতা ভিড় করে রয়েছেন প্ল্যাটফর্মে। এক জন রেলের কর্মী প্ল্যাটফর্মে বসে পড়ে ঝুঁকে ফোনটি তোলার চেষ্টা করছেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এক যাত্রীর বোকামির কারণে তাঁর ফোনটি হাত থেকে মেট্রোর ট্র্যাকের উপর পড়ে যায়। ফলে মেট্রোকর্মীদের ফোনটি উদ্ধার করতে কয়েক মিনিট ধরে হিমশিম খেতে হয়। মেট্রোর জন্য অপেক্ষা করতে এক তরুণ প্ল্যাটফর্মের খুব ধারে চলে যান। হঠাৎ তার মোবাইল ফোনটি একটি ট্র্যাকের উপর পড়ে যায়। খবর পেয়ে মেট্রোর কর্মীরা আসেন ও একটি লাঠির মাথায় বাঁধা আঁকশির সাহায্যে ফোনটি তুলে আনার চেষ্টা করেন। সেই কাজটি সহজ ছিল না। বার বার ফোনটি ফস্কে নীচে পড়ে যাচ্ছিল।

দিল্লি মেট্রোর নিয়ম অনুসারে, কেউ ট্র্যাকে নামতে পারেন না, তাই সেই লাঠিটিই ছিল ফোনটি উদ্ধারের একমাত্র হাতিয়ার। বহু ক্ষণ চেষ্টার পর, মেট্রোকর্মীরা অবশেষে ফোনটি উদ্ধার করে তরুণকে ফেরত দেন। ফোনটিক অক্ষত অবস্থায় পেয়ে হাসি ফোটে তরুণের মুখে। ভিডিয়োটি ‘টুইটভিকু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের নজরে এসেছে ভিডিয়োটি। ৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভাগ্যিস ট্রেন চলে আসেনি, তাহলে ফোন ফেরত পাওয়ার আশা দুরাশায় পরিণত হত।’’ অন্য এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘আমি নিজে ২ সেকেন্ডের মধ্যে এটি ফিরিয়ে আনতে পারতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement