uttar pradesh

গ্রামে হানা দিয়েছিল রাক্ষুসে অজগর! খালি হাতে ১৫ ফুটের সাপ নিয়ে দৌড় কিশোরদের, খবরই পেল না বন দফতর

উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি ১৫ ফুটের সাপকে লোকালয় থেকে উদ্ধার করে গ্রামবাসীরা। সেটিকে হাতে তুলে নিয়ে কয়েক জন কিশোর রাস্তা দিয়ে দৌড়তে থাকে। প্রচুর লোকজন জমা হয়ে যান এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১২:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

বিশাল এক অজগর। তাকে খালি হাতে ধরে রাস্তা দিয়ে দৌড়চ্ছে চার-পাঁচ জন নাবালক। ১৫ ফুটের রাক্ষুসে সরীসৃপটিকে নিয়ে ৩ কিলোমিটার হেঁটে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তারা। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের জাহাঙ্গীরবাদ এলাকার। গ্রামবাসীরা ওই বিশাল অজগরটিকে দেখতে পেয়ে তাকে ধরে ফেলেন। বন দফতরকে খবর না দিয়েই চলে উদ্ধারপর্ব। বিশালাকার সরীসৃপটিকে দেখতে গ্রাম এবং আশপাশের এলাকা থেকে ভিড় জমে যায়। একদল কিশোর অজগরটিকে কোলে তুলে বুলন্দশহরের রাস্তায় ঘুরতে থাকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি রিপোস্ট করা হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে ১৫ ফুটের সাপকে লোকালয় থেকে উদ্ধার করে সেটিকে হাতে তুলে নিয়ে কয়েক জন কিশোর রাস্তা দিয়ে দৌড়তে থাকে। প্রচুর লোকজন জমা হয়ে যান এলাকায়। উৎসাহী কিশোরেরা অজগরটিকে হাতে তুলে নিয়ে পোজ দিয়ে ভিডিয়ো তৈরি করতে এবং ছবি তুলতে শুরু করে। সেই দৃশ্যই ধরা পড়েছে ভিডিয়োয়। আশ্চর্যের বিষয় হল গ্রামের কেউই বনবিভাগ বা বুলন্দশহর থানার কোনও আধিকারিককে অবহিত করেননি। সংবাদ প্রতিবেদন অনুসারে, মহকুমা শাসক প্রিয়াঙ্কা গোয়েল জানিয়েছেন যে বিষয়টি এখনও তাঁর জানা নেই। তিনি এই বিষয়ে বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন।

ভিডিয়োটি দেখে শিউরে উঠছেন নেটাগরিকেরা। বিশাল সাপকে নিয়ে যেন খেলায় মেতেছে নাবালকগুলি, এমনটাই মনে করছেন অধিকাংশ নেটমাধ্যম ব্যবহারকারী। বন্যপ্রাণী নিয়ে গ্রামবাসীদের আচরণ সম্পর্কে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অজগরটিকে দেখতে পেয়ে সত্বর বনবিভাগে খবর দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অনেকেই। ভিডিয়োটি ইতিমধ্যেই আড়াই লক্ষ বার দেখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement