ছবি: সংগৃহীত।
বৈধ টিকিট না কেটে ট্রেনে ওঠার জন্য প্রায়ই যাত্রীদের সঙ্গে টিকিট পরীক্ষকের বাগ্বিতণ্ডার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে একটি সাধারণ কামরায় উঠে টিকিট চাইছেন এক তরুণ টিকিট পরীক্ষক। এক বৃদ্ধার কাছে টিকিট চাইতেই তিনি যা করলেন তা দেখে অবাক হয়ে আসনে বসেই রইলেন টিকিট পরীক্ষক। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্লিপার কোচের ভিতরে এক জন বয়স্ক মহিলা এবং এক জন টিটিইর মধ্যে কথোপকথন চলছে। শান্ত ভাবে বৃদ্ধার মুখোমুখি বসে টিকিট পরীক্ষক টিকিট দেখতে চান। বৃদ্ধা নিজের হাতব্যাগ খুলে কিছু ক্ষণের জন্য খোঁজাখুঁজি করেন। টিকিটের পরিবর্তে টিটিইর হাতে তাঁর আধার কার্ডটি তুলে দেন চুপচাপ। টিকিট পরীক্ষক তরুণ আধার কার্ডটি নিয়ে হেসে ফেলেন। বৃদ্ধার কাছে আবার টিকিট দেখতে চান। এই কথা শুনে বৃদ্ধাকে বেশ বিভ্রান্ত দেখায়। মৃদুস্বরে তিনি তরুণকে জানান, এটি ছাড়া তাঁর কিছুই নেই।
কড়া প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে টিকিট পরীক্ষক হাসিমুখে বৃদ্ধার আধার কার্ডটি দেখতে থাকেন। পরের কয়েক মুহূর্তে টিকিট পরীক্ষককে বৃদ্ধাকে মৃদুস্বরে কয়েকটি প্রশ্ন করতে দেখা যায়। সামান্য ভীত ও কুণ্ঠিত হয়ে বৃদ্ধা সেই প্রশ্নের জবাব দেন। টিটিই বৃদ্ধার পরিচয়পত্রটি ফেরত দিয়ে তাঁকে আসনে বসতে বলেন। তরুণ টিকিট পরীক্ষকের ধৈর্য এবং সহানুভূতি নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ভান্নুমীনা০’ নামের একটি অ্যাাকউন্ট থেকে পোস্ট করার পর তা ৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১৭ হাজার মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের বেশির ভাগই তরুণের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নানা মন্তব্য করেছেন।