—প্রতীকী ছবি।
পৃথিবী কী ভাবে ধ্বংস হবে? কে চালাবে ধ্বংসলীলা? তাঁকে জানিয়েছিল ভিন্গ্রহীরা। তেমনটাই দাবি করেছিলেন এক ব্যক্তি। পৃথিবীর শেষ এবং তার কারণ সম্পর্কে অনেকেই অনেক ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্যে গ্রহাণুর সংঘর্ষ, এআই আধিপত্য, পরিবেশের ক্ষতি-সহ অনেক কারণ রয়েছে। তবে আমেরিকার মিসিসিপির বাসিন্দা কেলভিন পার্কারের দাবি ছিল, দু’বার ভিন্গ্রহীরা অপহরণ করেছিল তাঁকে। অপহরণ করে তাঁকে পৃথিবী ধ্বংসের কারণও জানিয়েছিল। পার্কারের দাবি, ভিন্গ্রহীদের থেকে পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে সতর্কবার্তা পেয়েছিলেন তিনি। ভিন্গ্রহীরা নাকি তাঁকে জানিয়েছিল যে, মানুষ নিজেই পৃথিবীর শেষ ডেকে আনবে।
পার্কার প্রথম শিরোনামে আসেন ১৯৭৩ সালে। তিনি এবং তার বন্ধু চার্লস হিকসন দাবি করেছিলেন যে, নদীর ধারে মাছ ধরার সময় একটি ভিন্গ্রহীদের যান এসে তাঁদের তুলে নিয়ে যায়। সেই সময় ঘটনাটি আমেরিকার অনেক নামীদামি সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। যদিও বিজ্ঞানীরা তেমন পাত্তা দেননি। হিকসন ঘটনাটি সম্পর্কে জনসমক্ষে কথা বললেও পার্কার অনেক বছর সে নিয়ে বেশি কথা বলেননি।
তবে ১৯৯২ সালে লুইজ়িয়ানার বাল্ডউইনে অনুষ্ঠিত এক বৈঠকে পার্কার দাবি করেছিলেন, ভিন্গ্রহীরা দ্বিতীয় বার তাঁকে অপহরণ করেছিল এবং সতর্ক করেছিল। তাঁকে এক ভিন্গ্রহী নাকি বলেছিল যে, ‘‘আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমার নিজের লোকেরাই পৃথিবী ধ্বংস করবে। ওদের ভয় পাও।’’ ভিন্গ্রহীরা সে সময় পৃথিবীর ফসল এবং মাটির নমুনা সংগ্রহ করছিল বলেও দাবি করেন পার্কার।
২০২৩ সালে মৃত্যু হয় পার্কারের। মৃত্যুর কিছু ক্ষণ আগেও এক লেখকের সঙ্গে ভিন্গ্রহীদের নিয়ে আলোচনা করেন তিনি। উল্লেখ্য, জীবদ্দশায় বার বার মানুষকে মানবিক হওয়ার এবং ভাল পথে জীবনযাপন করার আহ্বান জানিয়েছিলেন তিনি।